ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঐতিহাসিক ম্যাচে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে নিউজিল্যান্ড

প্রকাশিত: ১৮:৫৪, ২৮ নভেম্বর ২০১৫

ঐতিহাসিক ম্যাচে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক॥ এ্যাডিলেটে অনুষ্ঠিত ঐহিতাসিক দিবারাত্রিরি টেস্টে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় টেস্টর আজকের খেলায় অস্ট্রেলিয়ার চার বিরতির আগে অর্থাৎ প্রথম শেসনে পড়েছে ৬ উইকেট। রান করেছে ৬২ । এখন অস্ট্রেলিয়ার রান ৮ উইকেটে ১১৬ রান। এখনও অস্ট্রেলিয়া ৮৬ রানে পিছিয়ে হাতে আছে ২ উইকেট। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে করে ২০২ রান। এই রানের খতিয়ান নিউজিল্যান্ডের ইতিহাস সৃষ্টিকারী জয়ের দিকেই নিয়ে যাচ্ছে। তা পরেও ক্রিকেট অনিশ্চয়তার খেলা। তার পরেও বলা যায় ম্যাচ এখন নিউজিল্যান্ডের অনুকুলেই আছে। ম্যাচের ৪৭ নাম্বার ওভারে ও নিজম্ব ২য় ওভারে নিউজিল্যান্ডে স্পিনার মার্ক ক্রিগ অধিনায়ক স্মিথ ও সিডলকে ফিরিয়ে দিয়ে ম্যাচ দলের ফেবারে নিয়ে আসেন। এখন দেখার বিষয় অস্ট্রেলিয়ার শেষ দুই ব্যাটসম্যান দলের জন্য কত রান যোগ করতে পারেন এবং নিউজিল্যান্ড ২য় ইনিংসে কত রানের লিড নিতে পারেন।
×