ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এ্যাডিলেটে অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়িয়েছে ॥ লিড ২২ রান

প্রকাশিত: ২০:২৫, ২৮ নভেম্বর ২০১৫

এ্যাডিলেটে অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়িয়েছে ॥ লিড ২২ রান

অনলাইন ডেস্ক॥ এ্যাডিলেটে অনুষ্ঠিত ঐহিতাসিক দিবারাত্রির টেস্টে নিউজিল্যান্ডের ইতিহাস সৃষ্টি করতে প্রতিরোধ গড়ে তুলেছে লেয়ন ও পিটার নেভিল। অস্ট্রেলিয়ার নিশ্চিত ভোরাডুবি থেকে মাথা উঁচু করে সম্ননজনক জায়গায় দলের রান নিয়ে গেলেন এই দুই টেলেন্ডার। দিবারাত্রির ঐতিহাসিক কাব্যের এখন এরাই দু নায়ক। চা বিরতির সময় দলের রান ঠিল ৮ উইকেটে ১১৬। এই নবম উইকেট জুটিতে এই দুই টেলেন্ডার রান করেছে ৭৪। অস্ট্রেলিয়ার ইনিংসের সবচেয়ে বড় জুটি। দলের রান যখন ১৯০ তখন বেল্টের বলে লিয়ন আউট হয়েছে ৩৪ রান করে। শেষ উইটেক জুটিতে নেভিল ও স্টার্ক করেছেন আরও ৩৪ রান । শেষ ব্যাটস্যান হিসেবে ৬৬ রান করে আউট হন নেভিল। স্টার্ক ১৫ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে রান করেছে ২২৪। লিড নিয়েছে ২২ রানের। দিবারাত্রির এই ম্যাচে ইতিহাস কে সৃষ্টি করবে সেটা বলে দিবে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ব্যাটিং দক্ষতা। তবে অস্ট্রেলিয়ার জন্য বিপদ যে তাদের ৪র্থ ইনিংস ব্যট করতে হবে।
×