ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জলবায়ু অভিযোজনে ক্ষতিপূরনে দাবীতে লক্ষ্মীপুরে সনাক’র মানববন্ধন

প্রকাশিত: ২১:০৭, ২৮ নভেম্বর ২০১৫

জলবায়ু অভিযোজনে ক্ষতিপূরনে দাবীতে লক্ষ্মীপুরে সনাক’র মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ জলবায়ু অভিযোজনে ক্ষতিপূরন হিসেবে ঋন নয়, অনুদান চাই দাবীতে লক্ষ্মীপুরে সনাক’র উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আসন্ন কপ-২১ প্যারিস সম্মেলনকে সামনে রেখে জলবায়ু অর্থায়নে শিল্পোন্নত দেশের প্রতিশ্রুতি রক্ষা, তহবিল ব্যবহারে বাংলাদেশসহ সংশ্লিষ্ট দেশের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে রবিবার এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। টিআইবি’র সহযোগিতায় সুশাসনের জন্য সচেতন নাগরিক কমিটি “সনাক” লক্ষ্মীপুর জেলা শাখা’র উদ্যোগে শহরের উত্তর বাজারে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে প্রধান সড়কের পার্শ্বে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। বেলা ১১টার দিকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন, টিআইবি সাবেক সভাপতি লক্ষ্মীপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাহবুব মোহাম্মদ আলী, সনাক এর জেলা শাখা সাবেক সভাপতি আবুল মোবারক, সহসভাপতি ডা. সালাউদ্দিন শরীফ, গাজী গিয়াস উদ্দিন, পারভীন হালিম প্রমুখ। এতে এলাকার বিভিন্নস্তরের লোকজন অংশ নেয়।
×