ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সৈয়দপুর ও জলঢাকায় ইসির নির্দেশনা মানছেন না সম্ভাব্য প্রার্থীরা

প্রকাশিত: ২১:১৩, ২৮ নভেম্বর ২০১৫

সৈয়দপুর ও জলঢাকায় ইসির নির্দেশনা মানছেন না সম্ভাব্য প্রার্থীরা

স্টাফ রিপোর্টার, নীলফামারী॥ আগামী ৩০ ডিসেম্বর নীলফামারীর সৈয়দপুর ও জলঢাকা পৌরসভার আসন্ন নির্বাচনে, নির্বাচন কমিশনের বেধে দেয়া নির্দেশনা সম্ভাব্য কোন প্রার্থী মানছেন না। নির্দিষ্ট সময় অতিবাহিত হলেও সম্ভাব মেয়র ও কাউন্সিলার প্রার্থীরা তাদের আগাম শুভেচ্ছা জানিয়ে বা দোয়া চেয়ে রাস্তাঘাট. হাটবাজার সহ বিভিন্ন স্থানে বিলবোর্ড-পোস্টার-ফেস্টুন টাঙ্গিয়ে ছিল তা সরিয়ে নেয়নি কোন প্রার্থী। গত বৃহস্পতিবার এসব সরিয়ে নেয়ার নির্দেশ ছিল। এ জন্য সংশ্লিষ্ট দুই এলাকার নির্বাচন অফিস থেকে সম্ভব্য সকল প্রার্থীর নিকট এসব আগাম শুভেচ্ছা বার্তা অপসারণের নির্দেশনা দিয়ে পত্র দেয়া হয়েছিল। কিন্তু আজ শনিবার দুপুর পর্যন্ত এসব সরিয়ে নেয়নি অনেক সম্ভাব্য প্রার্থী। জলঢাকা পৌর নির্বাচনে দায়িত্বরত সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সেকেন্দার আলী বলেন, সম্ভব্য সকল প্রার্থীদের কাছে নির্বাচন কমিশনারের নির্দেশনা পৌঁছে দেয়া হয়েছে। শনিবার অনেকে আবারো বলা হয়েছে। বিকালে এ নিয়ে ভ্রাম্যমান আদালতের অভিযোগ চালানো হবে। অপর দিকে সৈয়দপুর পৌর নির্বাচনে দায়িত্বরত সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা বেগম নুর নাহার জানান যারা এখনও পোষ্টার ও বিলবোর্ড অপসারন করেনি তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।
×