ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সৈয়দপুরে ভেজাল সার ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ২১:১৫, ২৮ নভেম্বর ২০১৫

 সৈয়দপুরে ভেজাল সার ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, নীলফামারী॥ নিয়মিত মামলা না করে এক প্রভাবশালী ভেজাল সার তৈরীর ফ্যাক্টরীর মালিককে জরিমানার মাধ্যমে ছেড়ে দেয়া নিয়ে অভিযোগ উঠেছে। নীলফামারীর সৈয়দপুরে প্রতিষ্ঠিত একটি জৈব সার কারখানার মোড়ক ব্যবহার করে ভেজাল সার বিক্রি করায় প্রভাবশালী আব্দুল মান্নান নামে ওই ভেজাল সার ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার সকালে দোষ স্বীকার এবং ভেজাল সার বিক্রি না করার অঙ্গীকার করে এক লাখ টাকা জরিমানা দিয়ে রেহাই পান তিনি। এর আগে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবু ছলেহ মো. মুসা জঙ্গী সার ব্যবস্থাপনা আইন-২০০৬ সালের ১৬ ধারায় ওই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেন।
×