ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দুর্গাপুরে যুব ফোরাম নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত: ২১:৪১, ২৮ নভেম্বর ২০১৫

দুর্গাপুরে যুব ফোরাম নির্বাচন অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুর(নেত্রকোনা)॥ শুক্রবার নেত্রকোনার দুর্গাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের ইউবিআর প্রকল্পের আয়োজনে ডিএসকে মাতৃসদন হাসপাতালে ইউবিআর উপজেলা যুব ফোরাম নির্বাচন-১৫ অনুষ্ঠিত হয় । সকাল নয়টায় প্রাক্তন যুব ফোরামের সভাপতি প্রসেনজিত দাসের সভাপতিত্বে যুব সমাবেশ ও প্রার্থী পরিচিতি সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন, ইউবিআর প্রকল্প ব্যাবস্থাপক আঃ রব পাটোয়ারী, ট্রেনিং এন্ড এডভোকেসী অফিসার ধ্রুব সরকার, সিএম রুপক সরকার, সহ-সভাপতি প্রার্থী জুয়েল আহম্মেদ, সাধারন সম্পাদক প্রার্থী অদিতী সরকার সিঁথী,সম্মানিত সদস্য প্রার্থী এম এইচ নয়ন প্রমুখ। সভা শেষে সকাল এগারটা থেকে বিকেল তিনটা পর্যন্ত বিরতিহীনভাবে ১৬১ জন ভোটারের ভোটগ্রহনের মধ্য দিয়ে ছয় সদস্যবিশিষ্ট কমিটি প্রকল্পের ৩টি প্রধান কার্যক্রমের দায়িত্ব পালনের জন্য সভাপতি-০১ জন (বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত),সহসভাপতি হিসেবে-০৩ জন,সাধারন সম্পাদক পদে ০২ জন, সম্মানিত সদস্য পদে-০৬ জন মোট ১১ জন প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে প্রতিদ্বন্দী প্রার্থী হিসেবে অংশগ্রহন করেছেন। ভোট গ্রহন শেষে সহসভাপতি পদে মোঃ জুয়েল আহম্মেদ (ফুটবল) প্রতিক নিয়ে ৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন,সাধারন সম্পাদক পদে আফরোজা আক্তার সোনিয়া (দেয়ালঘড়ি) প্রতিক নিয়ে ৯৭ ভোট পেয়ে নির্বাচিত হন, সম্মানিত সদস্য তানজিরা আক্তার মীম প্রতিক (গোলাপ ফুল) প্রাপ্ত ভোট ৯৩ , এম এইচ নয়ন প্রতিক (চশমা) প্রাপ্ত ভোট ১০৮, শরীফা আক্তার প্রতিক(ল্যাপটপ) প্রাপ্ত ভোট ৮০ পেয়ে নির্বাচিত হন। এ ব্যাপারে ইউবিআর প্রকল্প ব্যাবস্থাপক আঃ রব পাটোয়ারী বলেন, উৎসবমুখর পরিবেশ ও গনতান্ত্রিক প্রক্রিয়ায় যুবরা স্ব-স্ব পছন্দের প্রাথীকে ভোট দিয়ে নির্বাচিত করেছে এবং উক্ত পরিষদ অত্র উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সমাজে বাল্যবিবাহ, ইভটিজিং, যৌন হয়রানি, যৌন নির্যাতন মাদকাশক্তি রোধ, বিষয়ক বিভিন্ন তথ্য প্রদান করতে পারবে।
×