ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাছাই পর্বে থাইল্যান্ডকে হারাল বাংলার মেয়েরা

প্রকাশিত: ২২:৩৩, ২৮ নভেম্বর ২০১৫

বাছাই পর্বে থাইল্যান্ডকে হারাল বাংলার মেয়েরা

অনলাইন রিপোর্টার ॥ নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডকে হারিয়ে মেয়েদের ওয়ার্ল্ড টি-টোয়েন্টির বাছাইপর্বে শুভসূচনা করেছে বাংলাদেশ। ব্যাংককের থাইল্যান্ড ক্রিকেট গ্রাউন্ডে শনিবার থাইল্যান্ডকে ৭৩ রানে হেরে যায় থাইল্রান্ড। টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করে বাংলাদেশ। আয়েশা রহমান ও শারমিন আক্তার মিলে উদ্বোধনী জুটিতে তোলেন ৩৮ রান। ১২ রান করে শারমিন আউট হলে জুটিটি ভাঙে। দলের ৫৩ রানে আউট হয়ে ফেরেন আয়েশাও। এর আগে দুটি চারে ৩২ বলে ৩০ রান করেন তিনি। দ্রুত আরও দুটি উইকেট হারালেও নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১০৫ রান তুলতে পারে বাংলাদেশ। দলের দ্বিতীয় সর্বোচ্চ রান করেন ফারজানা হক। ২১ বলে একটি চারে ২৩ রান করে অপরাজিত থাকেন তিনি। এ ছাড়া ৩২ বলে ১৭ রান করেন শায়লা শারমিন। লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে থাইল্যান্ড। ১৪.৪ ওভারে ৩২ রানে গুটিয়ে যায় স্বাগতিকদের ইনিংস। বাংলাদেশের ফাহিমা খাতুন, রিতু মনি ও রুমানা আহমেদ দুটি করে উইকেট নেন। একটি করে উইকেট নেন অধিনায়ক জাহানারা আলম ও শায়লা শারমিন। ম্যাচ সেরার পুরস্কার জেতেন বাংলাদেশের আয়েশা।
×