ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশালে পল্লী বিদ্যুতের নবনির্মিত উপকেন্দ্রের উদ্বোধণ

প্রকাশিত: ২২:৪২, ২৮ নভেম্বর ২০১৫

বরিশালে পল্লী বিদ্যুতের নবনির্মিত উপকেন্দ্রের উদ্বোধণ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নবনির্মিত বরিশাল পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর নতুন ৩৩/১১ কেভি ১০ এমভিএ বৈদ্যুতিক উপকেন্দ্র ও সংশ্লিষ্ট এলাকার ১১’শ পরিবারকে বিদ্যুৎ সংযোগের শনিবার সকালে উদ্বোধণ করা হয়েছে। সদর উপজেলার চরকাউয়া এলাকায় নবনির্মিত এ বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশনের চেয়ারম্যান এ.আর. খান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বরিশাল বিশ্ব বিদ্যালয়ের ভিসি ড. এস.এম. ইমামুল হক, বরিশাল বিভাগীয় কমিশনার মুক্তিযোদ্ধা মো. গাউস, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন, এফ.বি.সি.সি.আই সাবেক সভাপতি এ.কে. আযাদ। উদ্বোধণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার এ.এইচ.এম. মোবারক উল্যা। উল্লেখ্য, জাইকার অর্থায়নে রুর‌্যাল ইলেকট্রিফিকেশন আবগ্রেডেশন প্রজেক্টের ১.৭৫ কোটি টাকা ব্যায়ে ৩৩ কেভি সোর্স লাইন নিমার্ণ করেন। এ বিদ্যুৎ কেন্দ্রের আওতায় ৫১৫ কিলোমিটার লাইনে বরিশাল সদর উপজেলার ৬টি ইউনিয়নে মোট ১৯ হাজার ৫’শ গ্রাহক বিদ্যুৎ সেবা পাবেন। দেশের খবর বরিশালে অগ্রণী ব্যাংকের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ অগ্রণী ব্যাংক লিমিটেডের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা শনিবার সকালে বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে উদ্বোধণ করা হয়েছে। অগ্রণী ব্যাংক বরিশাল অঞ্চল ও সার্কেল সচিবালয়ের আয়োজনে সকাল ৯টায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অগ্রণী ব্যাংকের পরিচালক এ্যাডভোকেট বলরাম পোদ্দার। উদ্বোধণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অগ্রণী ব্যাংকের বরিশাল সার্কেলের মহাব্যবস্থাপক বাবুল কুমার সাহা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকের বরিশাল অঞ্চলের উপ-ব্যবস্থাপক মো. কামরুজ্জামান।
×