ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

জলবায়ু অভিযোজনে ক্ষতিপুরণের দাবিতে নাটোরে সনাকের মানববন্ধন

প্রকাশিত: ২২:৪৩, ২৮ নভেম্বর ২০১৫

জলবায়ু অভিযোজনে ক্ষতিপুরণের দাবিতে নাটোরে সনাকের মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নাটোর॥ জলবায়ু অভিযোজনে ক্ষতিপুরণ হিসেবে ঋণ নয়, অনুদান চাই এই শ্লোগানে নাটোরে টিআইবি’র সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে পদযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে শহরের নিচাবাজার এলাকার সংগঠনের কার্যালয় থেকে এক পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এই মানববন্ধন কর্মসুচি পালন করে তারা। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, সনাক সভাপতি অধ্যাপক জালাল উদ্দিন, সদস্য পরিতোষ অধিকারী ,রফিকুল ইসলাম নান্টু, মহিলা পরিষদ সভানেত্রী দিলারা বেগম পারুল, বেসরকারী সংস্থার পরিচালক শিবলী সাদিকসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। কর্মসূচিতে সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস ছাড়াও বিভিন্ন বেসরকারী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।
×