ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার লেনদেন

প্রকাশিত: ২৩:৪৫, ২৮ নভেম্বর ২০১৫

ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। যার মোট বাজার দর ২৩ কোটি ৪৬ লাখ ৯৩ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া যায়। সূত্র মতে, গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে লেনদেন হওয়া ১০ কোম্পানির মধ্যে রয়েছে - ব্যাট বিসি, বেক্সিমকো ফার্মা, লিন্ডে বাংলাদেশ, আফতাব অটো, এমারেল্ড অয়েল, এনভয় টেক্সটাইল, গ্ল্যাক্সোস্মিথ ক্লাইন, ইসলামী ব্যাংক, সাইফ পাওয়ারটেক এবং স্কয়ার ফার্মা। আলোচিত সময়ে এসব কোম্পানির ৩৩ লাখ ৮৬ হাজার ২৯৯টি শেয়ার ১৬ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ২৩ কোটি ৪৬ লাখ ৯৩ হাজার টাকা। গত সপ্তাহে ব্লক মার্কেটে ব্যাটবিসির ৯ হাজার ৪৬৪টি শেয়ার ২ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ২ কোটি ৭৪ লাখ ৪৬ হাজার টাকা। বেক্সিমকো ফার্মার ৮ লাখ শেয়ার ২ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ৬ কোটি ১৬ লাখ টাকা। লিন্ডে বাংলাদেশের ২৫ হাজার শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ২ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা। আফতাব অটোর ৫ লাখ ৬৯ হাজার ২৪৭টি শেয়ার ২ বার লেনদেন হয়। যার বাজার মূল্য দাঁড়ায় ৩ কোটি ২০ লাখ ৪৯ হাজার টাকা। এমারেল্ড অয়েলের ২০ হাজার শেয়ার ১ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ১০ লাখ ৬০ হাজার টাকা। এনভয় টেক্সটাইলের ৫ লাখ শেয়ার ৩ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা। গল্যাক্সোস্মিথের ৩ হাজার ৯৪০টি শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ৬৮ লাখ ৯৫ হাজার টাকা। ইসলামী ব্যাংকের ১৩ লাখ ৯৩ হাজার ৬৪৮টি শেয়ার ২ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ৩ কোটি ৮৭ লাখ ৮৪ হাজার টাকা। সাইফ পাওয়ারটেকের ১৫ হাজার শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ৩ কোটি ৮৭ লাখ ৮৪ হাজার টাকা। এবং স্কয়ার ফার্মার ৫০ হাজার শেয়ার ১ বার লেনদেন হয়, যার বাজার মূল্য ১ কোটি ২৪ লাখ ৭৫ হাজার টাকা।
×