ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিক্ষক আছে, শিক্ষার্থী ও আছে কেবল স্কুল ভবন নেই

প্রকাশিত: ২৩:৪৫, ২৮ নভেম্বর ২০১৫

শিক্ষক আছে, শিক্ষার্থী ও আছে কেবল স্কুল ভবন নেই

নিজস্ব সংবাদদাতা, বাউফল ॥ শিক্ষক আছে, আছে শিক্ষার্থীও। কেবল স্কুল ভবন নেই। একটি জরাজীর্ণ ঝুপরি ঘরের মধ্যে চলছে ক্লাস। স্কুলটির নাম হচ্ছে, পূর্ব কপূরকাঠি সরকারী প্রাইমারী স্কুল। বাউফলের প্রত্যান্ত একটি ১৯৮৩ সালে স্থানীয় বিদ্যানুরাগী মোঃ আব্দুল মজিদ সিকদার এই স্কুলটি প্রতিষ্ঠা করেন। একটি দোচালা টিনের ঝুপুর ঘরের মধ্যে চলছে ক্লাস। পাঠদানের জন্য ঝুপরি ঘরটির মধ্যে পর্যাপ্ত বেঞ্চ না থাকায় একই বেঞ্চে চার পাঁচজন শিক্ষার্থীদের ঠাসাঠাসি করে বসে হয়। শিক্ষকদের বসার জন্য নেই কোন লাইব্রেরী রুম। শিক্ষার্থীদের মত তারাও বেঞ্চে বসেন। বর্তমানে স্কুলটিতে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী এবং ৪ জন শিক্ষক রয়েছে। বরং বিভিন্ন সময় প্রাকৃতিক দূর্যোগে স্কুলটি ক্ষতিগ্রস্থ হলে স্থানীয়রা তাদের ছেলেদের শিক্ষাদানের স্বার্থে স্কুলটি মেরামত করতেন। ২০১৫ সালের ১৯ফেব্রুয়ারী স্কুলটি সরকারি গেজেটভূক্ত হলেও এ স্কুলটির অবকাঠামোর কোন উন্নতি হয়নি।
×