ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জয়পুরহাটে তালাক নেওয়ার পরপরই অপহৃতাকে পুলিশ উদ্ধার করে

প্রকাশিত: ২৩:৫২, ২৮ নভেম্বর ২০১৫

জয়পুরহাটে তালাক নেওয়ার পরপরই অপহৃতাকে পুলিশ উদ্ধার করে

নিজস্ব সংবাদদাতা, জয়পুরহাট ॥ পাঁচবিবির কড়িয়া গ্রামের শামীমা পারভীন(২১) স্বামীর নির্যাতন থেকে রেহাই পেতে তালাক চাইলে শুক্রবার জয়পুরহাটের পাশ্চবর্তি হাকিমপুর পৌরসভায় উভয় পক্ষের এক শালিসে তালাক গৃহীত হলে মহরনার ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে শামীমা পারভীন মা আরেয়া বিবি ও ভাইসহ পাঁচবিবিতে আসার পথে সন্ধ্যার পর পাঁচবিবি-হিলি সড়কের নাকুরগাছী নামক স্থানে মাহবুব, জয়নাল, কিনা, সবুজ নামে ৪ যুবক তাদের আটকিয়ে শামীমা পারভীনকে ১ লক্ষ ২০ হাজার টাকাসহ অপহরন করে নিয়ে যায়। এই ঘটনার পর শামীমা অপহরনকারীদের খপ্পর থেকে কৌশলে পালিয়ে পাঁচবিবির শীমলতলিতে তার খালুর বাড়িতে আশ্রয় নেয়। এদিকে পুলিশ এ অপহরনের ঘটনা জানতে পেরে ঐ সড়কে অভিযান চালায়। এক পর্যায়ে শিমল তলীর শামীমার খালু আবু তাহেরে বাড়ি থেকে তাকে উদ্ধার করে। এরপরই অপহরনকারীদের একজন মাহবুবকে শুক্রবার গভীর রাতে পাঁচবিবির পল্লি বিদ্যুৎ এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাহবুবের কাছে থেকে পুলিশ মহোরানা ছিনতাই হওয়া ১ লাখ ২০ হাজার টাকার মধ্যে থেকে ৬ হাজার টাকা উদ্ধার করে। মাহবুবের বাড়ি পাঁচবিবি উপজেলার লকমা গ্রামে। এ ঘটনায় আলেয়া বিবি শনিবার বিকেলে পাঁচবিবি থানায় ৪জনকে আসামী করে একটি অপহরন ও ছিনতাই মামলা দায়ের করেছেন। অপরহরনকারীদের সবার বাড়ি পাঁচবিবি উপজেলায়। পাঁচবিবি থানার ওসি আশরাফুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
×