ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশকে বিদেশি আগ্রাসনের লক্ষ্যবস্তুতে পরিণত হতে দেওয়া হবে না----কামাল

প্রকাশিত: ০১:০১, ২৮ নভেম্বর ২০১৫

দেশকে বিদেশি আগ্রাসনের লক্ষ্যবস্তুতে পরিণত হতে দেওয়া হবে না----কামাল

স্টাফ রিপোর্টার ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বাংলাদেশ এখন আন্তর্জাতিক ষড়যন্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। বাংলাদেশে ইসলামিক স্টেট (আইএস) এর নামে জঙ্গি তৎপরতার ঘটনাও আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। কিন্তু মানুষকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে বিদেশি আগ্রাসনের লক্ষ্যবস্তুতে পরিণত হতে দেওয়া হবে না । শনিবার রাজধানীর কামরাঙ্গীরচরে বিভিন্ন মসজিদের ইমামদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘আফগানিস্তান, পাকিস্তান, ইরাক, লিবিয়া, সিরিয়াকে শেষ করে এখন তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। আইএস নামে কোনও সংগঠনের তৎপরতা নেই। একটি ঘটনা ঘটার পাঁচ মিনিটের মধ্যেই মধ্যপ্রাচ্য থেকে বার্তা চলে যায় যুক্তরাষ্ট্রে। আর এরপরেই বলা হয় এটি আইএস করেছে।’ যে কোনও জঙ্গি তৎপরতার ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক আছে।
×