ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কানাডায় অভিবাসী হতে আইলানের পরিবারের আবেদন গৃহীত

প্রকাশিত: ০৪:০২, ২৯ নভেম্বর ২০১৫

কানাডায় অভিবাসী হতে আইলানের পরিবারের আবেদন গৃহীত

এ বছর সেপ্টেম্বরে তুরস্কের উপকূলে ভেসে যাওয়া সিরীয় শিশু আইলান কুর্দির মৃতদেহের ছবি প্রকাশের পর আন্তর্জাতিতক পর্যায়ে সাড়া পড়ে গিয়েছিল। ওই শিশুর পরিবার এখন কানাডায় থাকার অনুমতি পেয়েছে। আয়লানের ফুপু তিমা কুর্দি শুক্রবার সাংবাদিকদের বলেছেন, তিনি আশা করছেন তাদের পরিবার বড়দিনের মধ্যেই কানাডায় যেতে পারবে। খবর গার্ডিয়ান অনলাইনের। তিমা কুর্দির ভাই মোহাম্মদ ও তার পরিবার কানাডায় থাকার অনুমতি পেয়েছেন। তবে এ ক্ষেত্রে নিরাপত্তা অনুসন্ধান প্রক্রিয়া চলছে বলে জানান হয়েছে। কানাডার নাগরিত্ব ও অভিবাসন বিভাগের মুখপাত্র জানিয়েছেন মোহাম্মদ কুর্দির আবেদনপত্র প্রক্রিয়া করণের কাজ ঠিকমতো এগিয়ে চলেছে। তুরস্ক হয়ে গ্রিসে যাওয়ার পথে তার ভাই আবদুল্লাহ কুর্দির ছেলে আইলান ও স্ত্রী সাগরে ডুবে মারা যান। তবে ছোট্ট আয়লানের মৃতদেহটি ভাসতে ভাসতে তুরস্কের ইজিয়ান সাগর উপকূলে ভেসে এসেছিল। আবদুল্লাহ কুর্দি কানাডায় অভিবাসী হওয়ার জন্য আবেদন করেননি। ছেলেদের সবেতনে ছুটি! এবার ছেলেদের জন্যও সবেতনে দীর্ঘদিনের ছুটির ব্যবস্থা চালু করতে যাচ্ছে ফেসবুক। কিছুদিন আগেই দু’মাসের পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন মার্ক জুকারবার্গ। তারপরই ফেসবুকের সব স্থায়ী কর্মীদের জন্য সবেতনে চার মাস পর্যন্ত পিতৃত্বকালীন ছুটির কথা ঘোষণা করেন তিনি। মহিলা ও সমকামী কর্মীরাও এই সুবিধা ভোগ করতে পারবেন। -ওয়েবসাইট আবর্জনা স্তূপ পর্যবেক্ষণে ড্রোন আবর্জনার স্তূপ থেকে নিঃসরিত গ্যাস পর্যবেক্ষণ করতে পরীক্ষামূলকভাবে সেন্সরসহ একটি ড্রোন ব্যবহার করছে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার আর পরিবেশ সংস্থা এনভারমেন্ট এজেন্সি (ইএ)। দেশটিতে গ্যাস নিঃসরণের একটি বড় উৎস হচ্ছে আবর্জনার স্তূপ এবং এমন ২শ’ জমির ওপর দিয়ে উড়ছে এই ড্রোন। দেশটিতে প্রতিবছর ৮ লাখ ৩০ হাজার টন মিথেন গ্যাস নিঃসরিত হয়। আর গ্রিনহাউস গ্যাস হিসেবে মিথেন কার্বন-ডাই-অক্সাইড অপেক্ষা ২৫ গুণ বেশি শক্তিশালী। -বিবিসি
×