ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

এক দশকের মধ্যে যুক্তরাজ্যে উদ্বৃত্ত বাজেট

প্রকাশিত: ০৪:১০, ২৯ নভেম্বর ২০১৫

এক দশকের মধ্যে যুক্তরাজ্যে উদ্বৃত্ত বাজেট

আগামী এক দশকের মধ্যে যুক্তরাজ্য ঘাটতি বাজেট থেকে উদ্বৃত্ত বাজেটের পথে এগোবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দেশটির অর্থমন্ত্রী জর্জ ওসবর্ন। সম্প্রতি দেশটির পার্লামেন্টে দেয়া এক বক্তব্যে এমন কথা জানান তিনি। এছাড়াও স্বল্প আয়ের জনগণের জন্য অজনপ্রিয় কর বাতিলের পরিকল্পনাও রয়েছে ক্যামেরন সরকারের। এছাড়াও আগামীতে দেশটির পুলিশ বিভাগের উন্নয়নে বরাদ্দ বাড়ানো হবে বলেও জানান জর্জ ওসবর্ন। পরিকল্পনা অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরে ব্রিটেনের বাজেটে প্রায় ১৫ হাজার কোটি ডলার উদ্বৃত্ত থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। -অর্থনৈতিক রিপোর্ট নবেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিলের আহ্বান আগামী ৩০ নবেম্বর ব্যক্তি শ্রেণীর করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা শেষ হচ্ছে। তাই নির্ধারিত এ সময়ের মধ্যে নিজ নিজ রিটার্ন দাখিলের জন্য জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআরের পক্ষ থেকে করদাতাদের আহ্বান জানানো হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বান জানায় এনবিআর। এতে বলা হয়, দেশে প্রতিকূল অবস্থা বিরাজ করা সত্ত্বেও গত অর্থবছর রাজস্ব আয় লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। তিনটি বিভাগের মধ্যে সবচেয়ে সফল ছিল আয়কর বিভাগ। এছাড়া সম্প্রতি ঢাকাসহ আটটি বিভাগে শীতকালীন কর মেলার আয়োজন করেছিল এনবিআর। যেখানে করদাতাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। আয়কর জমা দেয়ার এই ধারা বজায় থাকলে চলতি অর্থবছরও রাজস্ব লক্ষ্যমাত্রা বজায় থাকবে বলে আশা করে এনবিআর। -অর্থনৈতিক রিপোর্টার
×