ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের চিত্রমালা

প্রকাশিত: ০৪:১৭, ২৯ নভেম্বর ২০১৫

বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের চিত্রমালা

সংস্কৃতি ডেস্ক ॥ মুক্তিযুদ্ধের চিত্রাঙ্কন নিয়ে চ্যানেল আইতে পহেলা ডিসেম্বর থেকে শুরু হচ্ছে প্রতিদিনের অনুষ্ঠান বিএসআরএম নিবেদিত ‘মুক্তিযুদ্ধের চিত্রমালা’। ১৫জন চিত্রশিল্পীর চিত্রাঙ্কনের পাশাপাশি সেই সময়কার রণাঙ্গনের শিল্পীরা গাইবেন মুক্তিযুদ্ধের গান। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন আমীরুল ইসলাম। ধারণকৃত অনুষ্ঠানটি ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন প্রচার হবে রাত ১০-১৫ মিনিটে। এ উপলক্ষে শনিবার চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- চিত্রশিল্পী হাশেম খান, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, কাজী আনোয়ার আহমেদ, এবং ইউনিট্রেন্ড-এর সিইও মনির আহমেদ খান। অনুষ্ঠানটি প্রসঙ্গে হাশেম খান বলেন, শিল্পীর তুলির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা তরুণ প্রজন্মের কাছে জাগ্রত হচ্ছে, মুক্তিযুদ্ধের তাৎপর্য তুলে ধরছে, মুক্তিযোদ্ধাদের কথা বলছে। চ্যানেল আইয়ের এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানাই। অনুষ্ঠানে চিত্র আঁকবেন-মুস্তাফা মনোয়ার, হাশেম খান, সমরজিৎ রায় চৌধুরী, জামাল আহমেদ, শামসুদ্দোহা, বীরেন সোম, আবদুল মান্নান, ফরিদা জামান, মনিরুজ্জামান, আবুল বারক আলভী, আলপ্তগীন তুষার, আন্দালিব প্রেমা, নিশার হোসেন, কনকচাঁপা চাকমা এবং স্বপন চৌধুরী।
×