ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাসপাতালে জোয়াও হ্যাভেলাঞ্জ

প্রকাশিত: ০৫:২০, ২৯ নভেম্বর ২০১৫

হাসপাতালে জোয়াও হ্যাভেলাঞ্জ

স্পোর্টস রিপোর্টার ॥ শ্বাস-প্রশ্বাস জনিত সমস্যায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে ফিফার সাবেক সভাপতি জোয়াও হ্যাভেলাঞ্জকে। ব্রাজিলের রিও ডি জেনেরিওর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯৯ বছর বয়সী সাবেক এই ফুটবল কর্মকর্তা ও এ্যাথলেট। তার ভর্তির খবরটি ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যমে বৃহস্পতিবার ব্যাপকভাবে প্রকাশিত হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তার এক সপ্তাহ আগেই জানিয়েছিল। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। শুরুর জীবনে একজন সাঁতারু এবং ওয়াটার পোলো খেলোয়াড় হিসেবে ক্রীড়াঙ্গনে যুক্ত হয়েছিলেন জোয়াও হ্যাভেলাঞ্জ। এক সময় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সঙ্গে যুক্ত হন তিনি। শুধু তাই নয়, প্রায় ২৪ বছর (১৯৭৪-১৯৯৮) ফিফা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে নিজেকে দক্ষ সংগঠক হিসেবে প্রমাণ করেন হ্যাভেলাঞ্জ। বিদায়কালে সেপ ব্লাটারের হাতে সভাপতির দায়িত্ব অর্পণ করে গিয়েছিলেন তিনি। তবে হ্যাভেলাঞ্জ কেবলই একজন ক্রীড়া সংগঠক নয়; একাধারে ব্যবসায়ী ও আইনজীবী হিসেবেও পরিচিত। যদিওবা ক্রীড়া সংগঠকের ভূমিকায় বিশ্বব্যাপী আলোচনায় চলে আসেন তিনি। ফিফার সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) গুরুত্বপূর্ণ সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন এই ব্রাজিলিয়ান। তবে শেষের দিকে দুর্নীতির অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। ফিফার মার্কেটিং পার্টনার আইএসএল-এর কাছ থেকে অবৈধভাবে অর্থ গ্রহণ করেছিলেন তিনি। ফিফা থেকে অনেক আগে সরে দাঁড়ালেও আইওসির সদস্য পদে ছিলেন ২০১১ সাল পর্যন্ত। চার বছর আগে শারীরিক সমস্যার কারণ দেখিয়ে আইওসির সদস্যপদ থেকে পদত্যাগ করেছিলেন জোয়াও হ্যাভেলাঞ্জ।
×