ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

পৌরনীতি ও সুশাসন ২য় পত্র

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৫:৪৭, ২৯ নভেম্বর ২০১৫

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ২০. সংবিধানের কত নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মহাহিসাব নিরীক্ষকের রিপোর্ট সংসদে উপস্থাপনের ব্যবস্থা করেন? ক) ১৩২ নং অনুচ্ছেদে খ) ১৩৩ নং অনুচ্ছেদে গ) ১৩৪ নং অনুচ্ছেদে ঘ) ১৩৫ নং অনুচ্ছেদে ২১. সার্কের প্রতিষ্ঠাকালীন সময়ে কয়টি সহযোগিতার ক্ষেত্র চিন্হিত করা হয়েছিল? ক) ৫টি খ) ৭টি ) ৮টি ঘ) ৯টি ২২. ৭ম জাতীয় সংসদের মেয়াদকাল ছিল- ক) ১ বছর ৫ মাস খ) ২ বছর ১১ মাস গ) ৪ বছর ৮ মাস ঘ) ৫ বছর ২৩. বাংলাদেশের বিচারব্যবস্থা গড়ে উঠেছে- র. সংবিধানের সমুন্নত রাখতে রর. ন্যায়বিচার প্রতিষ্ঠায় ররর. নাগরিক জীবন সংরক্ষণে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ২৪. ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্র হলো- র. ফ্রান্স রর. ইতালি ররর. পোল্যান্ড নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ২৫. পঞ্চদশ সংশোধনী উত্থাপন করেন- ক) ব্যরিস্টার শফিক আহমেদ খ) শেখ হাসিনা গ) আবুল মুহিত ঘ) ওবায়দুল কাদের ২৬. কোন সময় হতে ভারতে ইংরেজিকে অফিস আদালতের ভাষা বলে ঘোষণা করা হয়? ক) ১৮৩৪ খ) ১৮৩৫ গ) ১৮৩৬ ঘ) ১৮৩৭ ২৭. ১৯৭৯ সালের জাতীয় সংসদের নির্বাচনের কতটি রাজনৈতিক দল ও উপদল অংশগ্রহণ করে? ক) ২০টি খ) ২৫টি গ) ২৯টি ঘ) ৩০টি ২৮. উপজেলা এলাকার দারিদ্র্য বিমোচন কর্মসূচি বাস্তবায়নের দায়িত্ব কাদের? ক) উপজেলা পরিষদের খ) উপজেলা সমবায় সমিতির গ) উপজেলা বণিক সমিতির ঘ) নাগরিক সমিতির ২৯. কোন অঞ্চলে কয়েকটি গ্রামের সমন্বয়ে ইউনিয়ন পরিষদ গঠিত হয়? ক) শহর অঞ্চল খ) পলি অঞ্চলে গ) জেলায় ঘ) শিল্পাঞ্চলে ৩০. কোনটি প্রতিরোধ একটি দীর্ঘমেয়াদি ও বহুমুখী প্রক্রিয়া? ক) অর্থ পাচার খ) দলীয়করণ গ) স্বজনপ্রীতি ঘ) দুর্নীতি ৩১. জেলা জজকে সাহায্য করে থাকেন- র. ম্যাজিস্ট্রেট রর. যুগ্ম জজ ররর. অতিরিক্ত জজগণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর, ও ররর ৩২. ১৯৫২ সালের কত তারিখে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালিত হয়? ক) ১ ফেব্রুয়ারি খ) ৪ ফেব্রুয়ারি গ) ১ মার্চ ঘ) ৪ মার্চ ৩৩. জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে কত সালের কত তারিখে ছাত্রলীগ' এর জন্ম হয়? ক) ১৯৪৭ সালের ১৪ আগস্ট খ) ১৯৪৮ সালের ১১ মার্চ গ) ১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঘ) ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ৩৪. এ পর্যন্ত বাংলাদেশের সংবিধান কতবার সংশোধন করা হয়েছে? ক) ১৩ খ) ১৪ গ) ১৫ ঘ) ১৬ ৩৫. সংসদ ভঙ্গ হবার কত দিনের মধ্যে উপদ্রেষ্টাগণ নিযুক্ত হবেন? ক) ২০ খ) ৩০ গ) ১০ ঘ) ১৫ ৩৬. বাজেট প্রণয়নের মূল ভূমিকা পালন করেন কে? ক) রাষ্ট্রপতি খ) অর্থমন্ত্রী গ) পররাষ্ট্রমন্ত্রী ঘ) দ্বাদশ সংশোধনী ৩৭. জনবহুল গ্রামঞ্চলের সার্বিক উন্নয়নে কাদের কার্যপরিধি অত্যন্ত ব্যাপক? ক) গ্রাম সরকার খ) ইউনিয়ন পরিষদ গ) জেলা পরিষদ ঘ) উপজেলা পরিষদ ৩৮. বাংলাদেশ কত সালে আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য হিসাবে দায়িত্ব পালন করে? ক) ১৯৯৪ সালে খ) ১৯৯৮ সালে গ) ১৯৯৯ সালে ঘ) ২০০০ সালে সঠিক উত্তর: ২০. (ক) ২১. (ঘ) ২২. (ঘ) ২৩. (ঘ) ২৪. (ক) ২৫. (ক) ২৬. (গ) ২৭. (গ) ২৮. (ক) ২৯. (খ) ৩০. (ঘ) ৩১. (গ) ৩২. (খ) ৩৩. (গ) ৩৪. (গ) ৩৫. (ঘ) ৩৬. (খ) ৩৭. (খ) ৩৮. (ক)
×