ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সোমবার খালেদার আত্মসমর্পণ

প্রকাশিত: ১৯:০৪, ২৯ নভেম্বর ২০১৫

সোমবার খালেদার আত্মসমর্পণ

স্টাফ রিপোর্টার ॥ নাইকো দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আগামীকাল সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন। ঢাকার ৯ নম্বর বিশেষ জজ মো. আমিনুল ইসলামের আদালতে মামলাটিতে তিনি এই আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী সানাউল্লাহ মিয়া। প্রসঙ্গত, চলতি বছর ১৮ জুন এই মামলাসংক্রান্তে রিটের রুল খারিজ করে বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি জাফর আহমদ নিম্ন আদালতে আদেশ পৌঁছানোর দুই মাসের মধ্যে খালেদা জিয়াকে আত্মসমর্পণের নির্দেশ দেন। হাইকোর্টের এ রায় গত ১৯ সেপ্টেম্বর নিম্ন আদালতে পৌঁছালে গত ৩০ সেপ্টেম্বর ঢাকার ৯ নম্বর বিশেষ জজ মো. আমিনুল ইসলাম ৩০ নভেম্বর খালেদা জিয়ার উপস্থিতিতে শুনানির দিন ধার্য করেন। ২০০৭ সালের ৯ ডিসেম্বর বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলাটির তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটের বৈধতা চ্যলেঞ্জ করে খালেদা জিয়া হাইকোর্টে রিট আবেদন করলে ২০০৮ সালের ৯ জুলাই হাইকোর্ট নিম্ন আদালতের কার্যক্রম স্থগিত করে রুল জারি করেন। চলতি বছর ১৮ জুন হাইকোর্ট রুল ডিচার্জ করে স্থগিতাদেশ প্রত্যাহার করেন। আদালত সূত্রে জানা গেছে, হাইকোটের্র আত্মসমর্পণের আদেশে নিম্ন আদালতকে খালেদা জিয়া যেহেতু জামিনের শর্ত ভঙ্গ করেন নাই তাই তাকে জামিন দেওয়া যেতে পারে বলে অবজারভেশন রয়েছে। তবে ৩০ নভেম্বর তিনি আদালতে হাজির না হলে তার বিরুদ্ধে ওইদিন গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে।
×