ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গ্যাস চুক্তির প্রতিবাদে ইসরাইলে বিক্ষোভ

প্রকাশিত: ১৯:৩১, ২৯ নভেম্বর ২০১৫

গ্যাস চুক্তির প্রতিবাদে ইসরাইলে বিক্ষোভ

অনলাইন ডেস্ক ॥ গ্যাস চুক্তির প্রতিবাদে তেল আবিবে হাজার হাজার লোক বিক্ষোভ করেছে। তারা বলছে, এ চুক্তির কারণে তাদের প্রাকৃতিক গ্যাসের মজুদ মার্কিন কোম্পানি নোবল এনার্জিসহ কনসোর্টিয়ামের একচেটিয়া দখলে চলে যাবে। তারা এ চুক্তির নিন্দা করে বলছে, এটি কনসোর্টিয়ামের জন্যে একটি ‘গিফট’। এদিকে এ চুক্তির প্রতিবাদে কেবল তেলআবিবেই নয়, ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় বীরশেবাতেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার এবং পার্লামেন্টে চুক্তিটি অনুমোদিত হয়। বিরোধীরা রাষ্ট্রের প্রাকৃতিক গ্যাসের মজুদ নোবল ও দেলেক কোম্পানির হাতে একচেটিয়াভাবে চলে যাওয়ার আশংকা করছে। তবে চুক্তিটির এখনও পার্লামেন্টের অর্থনৈতিক কমিটির ছাড়পত্র প্রয়োজন। যদিও কমিটির ভূমিকা কেবল উপদেশমূলক। এরপর বিরোধীরা চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার পরিকল্পনা করছে বলে জানা গেছে।
×