ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নড়াইলে বাস মালিকদের মানববন্ধন

প্রকাশিত: ১৯:৩৪, ২৯ নভেম্বর ২০১৫

নড়াইলে বাস মালিকদের মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ॥ বাস ও মিনিবাসের বকেয়া ট্যাক্স, টোকেন, ফিটনেস, রুট টারমিটের এর সুদ মৌকুফের দাবিতে নড়াইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির আয়োজনে নড়াইল প্রেসক্লাব সামনে নড়াইল যশোর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন আলম, কোষাধ্যক্ষ বিপ্লব বিশ্বাস বিলো, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক আব্দুর রশিদ প্রমূখ। এসময় বক্তরা বকেয়া ট্যাক্স, টোকেন, ফিটনেস, রুট পারমিটের এর সুদ মৌকুফের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করে পরিবহন সেক্টরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করান জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
×