ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দীর্ঘ ৫ মাস পর পুনরায় ভোলার ইলিশা-লক্ষ্মীপু রুটে ফেরি চলাচল শুরু

প্রকাশিত: ২১:২৫, ২৯ নভেম্বর ২০১৫

দীর্ঘ ৫ মাস পর পুনরায়  ভোলার ইলিশা-লক্ষ্মীপু রুটে ফেরি চলাচল শুরু

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ মেঘনা নদীতে বিলীন হওয়ার দীর্ঘ ৫ মাস পর ভোলা ইলিশা জংসনে নতুন ফেরি ঘাট নির্মান শেষে রবিবার সকালে ভোলার ইলিশা- লক্ষ্মীপুর রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। সকাল ১০টায় ইলিশাঘাট থেকে বিআইডব্লিউটিসির ফেরি কিষানী ১৫টি যানবাহন নিয়ে লক্ষ্মীপুর মজুচৌধুরী ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে,গত ২৫ জুন মেঘনা নদীর অতিজোয়ারে ভোলার ইলিশা ফেরিঘাট বিধস্ত হয়ে বিলীন হয়ে যায়। এতে দীর্ঘদিন এ রুটে ফেরি চলাচল বন্ধ থাকে। এর ফলে ব্যহত হয় দক্ষিনাঞ্চলের ২১ জেলার সাথে বন্ধর নগরি চট্রোগ্রামের সঙ্গে সড়ক যোগযোগ ও ব্যবসা বানিজ্য। বিআইডব্লিউটিএ প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে নতুন করে ইলিশা জংসন ঘাটে ফেরিঘাট নির্মান করে। ফেরির ম্যানেজার আবু আলম সাংবাদিকদের জানান, আর কোন সমস্যা নেই। এখন নিয়মিত ফেরি চলাচল করবে।
×