ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দৈনিক পূর্বাঞ্চল সম্পাদকের ইন্তেকাল

প্রকাশিত: ২১:৫১, ২৯ নভেম্বর ২০১৫

দৈনিক পূর্বাঞ্চল সম্পাদকের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস॥ দৈনিক পূর্বাঞ্চল সম্পাদক, খুলনা বিভাগীয় প্রেসক্লাব ফেডারেশনের সভাপতি, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থার পরিচালক আলহাজ্ব লিয়াকত আলী (৬৭) শনিবার রাত সাড়ে ১২ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে ইন্তেকাল করেছেনে (ইন্নালিল্লাহি ------------ রাজিউন)। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সাংবাদিক সমাজসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। গভীর রাতে খুলনার সাংবাদিকরা দৈনিক পূর্বাঞ্চল কার্যালয়ে এসে মরহুমের আত্মীয়-স্বজনসহ পূর্বাঞ্চল পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। তাঁর পারিবারিক সূত্র জানায়, বিগত কয়েকদিন ধরে আলহাজ্ব লিয়াকত আলী জ্বরে আক্রান্ত ছিলেন। এছাড়া বিগত প্রায় ছয় মাস ধরে তার সহধর্মিনী ও পূর্বাঞ্চলের ব্যবস্থাপনা সম্পাদক বেগম ফেরদৌসী আলীর চিকিৎসাজনিত কাজে সময় পার করছিলেন। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত বেগম ফেরদৌসী আলীর চিকিৎসাজনিত কারণে আলহাজ্ব লিয়াকত আলী ছিলেন মানসিক চাপে বিপর্যস্ত। শনিবার রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত হলি ফ্যামিলি হাসপাতালে নেয়া হয়। রাত ১২টায় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আলহাজ্ব লিয়াকত আলীর এক পুত্রসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। আমেরিকায় অবস্থানরত মরহুমের পুত্র সনি মোহাম্মদ আলীসহ অন্যান্য আত্মীয়-স্বজনকে জানানো হলে তারা সেখান থেকে দেশের উদ্দেশ্যে রওয়ানা হন। এদিকে ঢাকার মগবাজারস্থ কুইন্স গার্ডেন চত্বরে প্রথম নামাজে জানাজা শেষে তাঁর মরদেহ খুলনার উদ্দেশ্যে নিয়ে রওয়ানা দেয়া হয়। আজ রবিবার সকালে আলহাজ্ব লিয়াকত আলীর মরদেহ খুলনা এসে পৌঁছালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হবে। তার পুত্রসহ অন্যান্য আত্মীয়-স্বজন আসার পর জানাজা ও দাফনের ব্যাপারে সিদ্ধান্ত হবে।
×