ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সান্তাহারে ভোটের মাধ্যমে আওয়ামীলীগের প্রার্থী বাছাই

প্রকাশিত: ২১:৫৬, ২৯ নভেম্বর ২০১৫

সান্তাহারে ভোটের মাধ্যমে আওয়ামীলীগের প্রার্থী বাছাই

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার ॥ আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় সান্তাহার পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ৩ নেতা প্রত্যেকে নিজেকে সবচেয়ে যোগ্য প্রার্থী হিসাবে দীর্ঘ দিন ধরে গণসংযোগ করে আসছিলেন। শনিবার উপজেলা ও পৌর কমিটির যৌথ বর্ধিত সভা আহবান করা হয়। প্রায় ৩ ঘন্টা ধরে চেষ্টা করেও ওই ৩ প্রার্থীকে সমঝোতা আনা সম্ভব হয়নি। অবশেষে গণতান্ত্রিক প্রক্রিয়া হিসাবে ভোটের আগে ভোটের আয়োজন করা হয়। রাত সাড়ে ৯টার দিকে ভোট গ্রহন শুরু হয়। এসময় উপস্থিত ১২৯ কাউন্সিলর ভোট প্রদান করেন। সর্বাধিক ভোট পাওয়ায় রাশেদুল ইসলাম রাজাকে আসন্ন সান্তাহার পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী হিসাবে মনোনয়ন প্রদানের জন্য জেলা কমিটির মাধ্যমে দলীয় প্রধান; চুড়ান্ত মনোনয়ন প্রত্যয়নকারী শেখ হাসিনা বরাবর পাঠানো হবে বলে দলীয় সুত্রে জানা গেছে। অপর দিকে বিএনপির প্রার্থী হিসাবে বর্তমান মেয়র পৌর বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন ভুট্টুর মনোনয়ন অনেকটাই নিশ্চিত বলে জানা গেছে। এব্যাপারে বর্তমান মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দুই জনের নাম প্রস্তাব করা হয়েছে। আশা করছি আমিই মনোনয়ন পাবো। প্রস্তাবিত অপর মনোনয়ন প্রত্যাশী হলেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র ফিরোজ মোঃ কামরুল হাসান।
×