ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে নির্মাণ শ্রমিকদের চেক বিতরণ করেছেন প্রতিমন্ত্রী চুন্নু

প্রকাশিত: ২১:৫৭, ২৯ নভেম্বর ২০১৫

কিশোরগঞ্জে নির্মাণ শ্রমিকদের চেক বিতরণ করেছেন প্রতিমন্ত্রী চুন্নু

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ কিশোরগঞ্জে নির্মাণ কাজ করতে গিয়ে দুর্ঘটনায় নিহত অসহায় দরিদ্র শ্রমিকদের মধ্যে গোষ্ঠী বীমার চেক বিতরণ করা হয়েছে। রবিবার সকালে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। জেলা প্রশাসক জিএসএম জাফর উল্লাহ’র সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ আনিছুজ্জামান, সহকারী পুলিশ সুপার ফজলে রাব্বী, বাংলাদেশ নির্মাণ শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি কামরুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক নূরুল হক, জেলা শ্রমিক লীগের সভাপতি এবিএম সিরাজুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বক্তব্যে বলেন, সরকার শ্রমিকদের জীবনমান উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইতোমধ্যে তিনটি হাসপাতাল নির্মাণ করাসহ শ্রমিকদের আবাসন সমস্যা লাঘবে পাঁচটি ভবন নির্মানের উদ্যোগ গ্রহণ করেছে। পরে তিনি জেলার হোসেনপুর উপজেলার নির্মাণ কাজে নিহতদের পরিবারের সদস্যদের মধ্যে দুই লক্ষ টাকা করে নগদ চার লক্ষ টাকার বীমার চেক বিতরণ করেন। এ সময় জেলা পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
×