ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যশোর পৌরসভার দুর্নীতির প্রতিবাদে নাগরিক অধিকার আন্দোলনের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ২২:৪৪, ২৯ নভেম্বর ২০১৫

যশোর পৌরসভার দুর্নীতির প্রতিবাদে নাগরিক অধিকার আন্দোলনের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস॥ যশোর পৌরসভার অনিয়ম, দুর্নীতি, অর্থ বাণিজ্যের প্রতিবাদ আর নাগরিক সেবার মান বৃদ্ধির দাবিতে সংবাদ সম্মেলন করেছে নাগরিক অধিকার আন্দোলন, যশোর। রবিবার দুপুরে যশোর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক মাস্টার নূর জালাল। সংবাদ সম্মেলনে তিনি বলেন, পৌর কর নিয়ে গত বছর ২৭ অক্টোবর পৌর কর্তৃপক্ষের সাথে নাগরিক অধিকার আন্দোলন কমিটির চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তিতে পূর্বের অ্যাসেসমেন্টের ওপর ১৭ ভাগ বৃদ্ধি করে কর নির্ধারণসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত লিপিবদ্ধ হয়। কিন্তু পৌর কর্তৃপক্ষ এখন ওই সিদ্ধান্ত উপেক্ষা করে ১৫ থেকে ২০ গুণ হারে কর আদায়ের জন্য নোটিশ করছে। বাণিজ্যিক কর আদায়ের জন্য সভা হওয়ার কথা থাকলেও তা হয়নি।
×