ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যশোর সদর বিএনপির সভাপতিসহ ৮০ জনকে অভিযুক্ত করে চার্জশিট

প্রকাশিত: ২২:৪৫, ২৯ নভেম্বর ২০১৫

যশোর সদর বিএনপির সভাপতিসহ  ৮০ জনকে অভিযুক্ত করে চার্জশিট

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে নাশকতার চেষ্টা, সরকারি কাজে বাধাদান এবং পুলিশের উপর বোমা হামলা মামলার চার্জশিট দিয়েছে পুলিশ। যশোর সদর উপজেলা বিএনপির সভাপতি নূরুন্নবীসহ ৮০ জনকে অভিযুক্ত এবং তিনজনের অব্যাহতি চেয়ে কোতোয়ালি মডেল থানার এসআই মিরাজ মোসাদ্দেক যশোর আদালতে রবিবার এ চার্জশিট দাখিল করেন। জানা গেছে, ২০১৪ সালে ৬ জানুয়ারি সদর উপজেলার পুলেরহাটে বিএনপি-জামায়াতের হরতাল চলাকালে সড়ক অবরোধ করে পথচারিদের মারপিট, গাড়ি ভাংচুর, লুটপাট ও বোমা হামলার ঘটনা ঘটে।। খবর পেয়ে পুলিশ ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে সেখানে গেলে ওই হরতাল সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটির বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানার তৎকালীন পিএসআই ফারুক হোসেন বাদী হয়ে ৫০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০০/১৫০জনের বিরুদ্ধে মামলা করেন। মামলার তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ৮০ জনকে অভিযুক্ত এবং অপর তিনজনকে অব্যাহতি চেয়ে আদালতে এ চার্জশিট দাখিল করা হয়।
×