ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রবি ও এয়ারটেলের একীভূত হওয়া নিয়ে হাইকোর্টের রুল

প্রকাশিত: ০১:০১, ২৯ নভেম্বর ২০১৫

রবি ও এয়ারটেলের একীভূত হওয়া নিয়ে হাইকোর্টের রুল

স্টাফ রিপোর্টার ॥ কমিশনের মাধ্যমে বেসরকারি মোবাইল অপারেটর রবি ও এয়ারটেলের একীভূত হওয়ার আবেদনের নিষ্পত্তি কেন করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এয়ারটেল গ্রাহকের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে রোবাবর হাইকোর্টের বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ফরিদ আহমদ শিবলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রুল জারি করেন। রুলে আগামী চার সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, বাণিজ্য সচিব, বাংলাদেশ প্রতিযোগিতা (কমপিটিশিন) কমিশনের সচিব, টেলিকম সচিব, বিটিআরসি চেয়ারম্যান এবং রবি ও এয়ারটেল কর্তৃপক্ষকে জবাব দিতে বলা হয়েছে। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী ইউসুফ আলী এবং তার সঙ্গে ছিলেন উজ্জল হোসেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল আমাতুল করীম।
×