ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘রেলকে আন্তর্জাতিক মানের করতে চাই’

প্রকাশিত: ০১:৫৬, ২৯ নভেম্বর ২০১৫

‘রেলকে আন্তর্জাতিক মানের করতে চাই’

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ উত্তর ও দক্ষিনাঞ্চলসহ দেশের মানুষ যাতে সর্বোচ্য সেবা পেতে পারে সেজন্য রেল যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রেলওয়ের উন্নয়নের লক্ষ্যে পৃথক মন্ত্রনালয় গঠন করার মধ্য দিয়ে এ কাজ শুরু হয়েছে। দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলসহ দেশের রেল যোগাযোগ ব্যবস্থাকে আমরা আর্ন্তজাতিক মানের করে গড়ে তুলতে চাই। রবিবার দুপুরে রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে কবির চৌধুরী এমপি পাকশী বিভাগের দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের নিকটস্থ বাংলাদেশ ভারতের জিরো পয়েন্ট রেললাইন পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে বিজিবি’র দর্শনা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ইমিগ্রেশন ও কাস্টম বিভাগ এবং ভারতগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেন পরিদর্শন করেন তিনি। পরে রেলওয়ের পাকশী বিভাগের পক্ষ থেকে স্টেশন চত্বরে আয়োজিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলে কবির চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রেলপথ মন্ত্রনালায় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হাজী আলী আজগর টগর এমপি, সিরাজুল ইসলাম মোল্লা এমপি, মোহাম্মদ নোমান এমপি, রেলওয়ের সচিব ফিরোজ সালাউদ্দিন, মহাপরিচালক আমজাদ হোসেন। সভায় দামুড়হুদা উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম ঝন্টু সভাপতিত্ব করেন।
×