ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতের সঙ্গে নিঃশর্ত আলোচনায় রাজি পাকিস্তান ॥ নওয়াজ

প্রকাশিত: ০৩:২৭, ৩০ নভেম্বর ২০১৫

ভারতের সঙ্গে নিঃশর্ত  আলোচনায় রাজি  পাকিস্তান ॥ নওয়াজ

ভারতের সঙ্গে স্থায়ী শান্তির জন্য পূর্বশর্ত ছাড়াই আলোচনায় বসতে প্রস্তুত পাকিস্তান। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে একান্ত বৈঠকে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ শনিবার এ আশ্বাস দিয়েছেন। পাকিস্তানী টিভি চ্যানেল জিও নিউজ এ খবর জানায়। খবর পিটিআই। কমনওয়েলথ দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সম্মেলনে অংশ নিয়ে মাল্টায় রয়েছে নওয়াজ। সে সম্মেলনের ফাঁকেই শুক্রবার নওয়াজ-ক্যামেরনের একান্ত বৈঠক হয়েছে। পাক মিডিয়ায় প্রকাশিত রিপোর্ট বলা হয়েছে, বৈঠকে ক্যামেরন ভারত-পাক সুসম্পর্কের ওপর জোর দেন। নওয়াজ তার প্রেক্ষিতেই ক্যামেরনকে বলেন, পাকিস্তান ভারতের সঙ্গে কোন রকম পূর্বশর্ত ছাড়াই আলোচনায় বসতে রাজি। ভারত, আফগানিস্তানসহ সব প্রতিবেশীর সঙ্গেই পাকিস্তান সুসম্পর্ক চায়। পাকিস্তানের নিঃশর্ত আলোচনায় বসা নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞরা বলেছেন, পাকিস্তানে রাষ্ট্রক্ষমতার একাধিক কেন্দ্র থাকায় সীমান্তে শান্তি আনা বা পাকিস্তানের মাটিতে ভারতবিরোধী সন্ত্রাসের বেড়ে যাওয়া ঠেকানোর ক্ষমতা পুরোপুরি নওয়াজের হাতে নেই। কিন্তু জঙ্গী কার্যকলাপ নির্মূল করার জন্য নওয়াজের ওপর আন্তর্জাতিক মহলের চাপ ক্রমশ বাড়ছে।
×