ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইএস হামলার আশঙ্কায় পাক পাঞ্জাবে নিদ্র নিরাপত্তা

প্রকাশিত: ০৩:২৮, ৩০ নভেম্বর ২০১৫

আইএস হামলার আশঙ্কায় পাক পাঞ্জাবে নিদ্র  নিরাপত্তা

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কর্তৃপক্ষ প্রদেশটিতে গুরুত্বর্পূ লক্ষ্যস্থলের ওপর চরমপন্থী ইসলামিক স্টেট (আইএস) হামলা চালাতে পারে বলে সতর্ক করে দিয়েছে। পাঞ্জাবের স্বরাষ্ট্র দফতর গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সামরিক ও বেসামরিক স্থাপনাগুলোর ওপর হামলার আশঙ্কা নিয়ে গোয়েন্দা তথ্যভিত্তিক এক সতর্ক বার্তা চারদিন আগেই জারি করে। এতে সব মিডিয়া হাউসকেও সাবধানে থাকতে বলা হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঞ্জাবকে এ সতর্ক বার্তা জানায়। এরপর প্রাদেশিক স্বরাষ্ট্র দফতর প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর প্রতি নির্দেশ দেয়। স্বরাষ্ট্র দফতরের এক কর্মকর্তা একথা জানান। কর্তৃপক্ষ বিভাগীয় পুলিশ অফিসার ও সন্ত্রাস দমন দফতরকে সব পর্যায়ে চরম সতর্কতা ও নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। তাদের যে কোন অনভিপ্রেত ঘটনা এড়িয়ে যেতেও বিশেষ নির্দেশ দেয়া হয়েছে। গোয়েন্দা সূত্রের উদ্ধৃতি দিয়ে সতর্ক বার্তায় বলা হয়, পুলিশের টহল দল, সামরিক যানবাহন ও বেসরকারী প্রতিষ্ঠানগুলো ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পৃক্ত জঙ্গীদের হিট লিস্টে রয়েছে। -এক্সপ্রেস ট্রিবিউন
×