ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সান্তাহারে ভোটের আগেই ভোট

প্রকাশিত: ০৩:৪৩, ৩০ নভেম্বর ২০১৫

সান্তাহারে ভোটের আগেই  ভোট

নিজস্ব সংবাদদাতা, ২৯ নবেম্বর, সান্তাহার ॥ আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় সান্তাহার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৩ নেতা প্রত্যেকে নিজেকে সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে দীর্ঘদিন ধরে গণসংযোগ করে আসছিলেন। দলের সবাই মনে করেছিল যে, নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে দলীয় বৈঠকে একক প্রার্থী বাছাইয়ে সমঝোতা হবে। কিন্তু সে উদ্যোগ ব্যর্থ হয়ে যায়। অবশেষে শনিবার উপজেলা ও পৌর কমিটির যৌথ বর্ধিত সভা আহ্বান করা হয়। এদিন সন্ধ্যা ৬টার দিকে উপজেলা সদরে সভার কাজ শুরু করা হয়। কিন্তু প্রায় ৩ ঘণ্টা ধরে চেষ্টা করেও ওই ৩ প্রার্থীকে সমঝোতা আনা সম্ভব হয়নি। অবশেষে গণতান্ত্রিক প্রক্রিয়া হিসেবে ভোটের আগে ভোটের আয়োজন করা হয়। রাত সাড়ে ৯টার দিকে ভোট গ্রহণ শুরু হয়। এ সময় উপস্থিত ১২৯ কাউন্সিলর ভোট প্রদান করেন। এতে উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক তরুণ ব্যবসায়ী রাশেদুল ইসলাম রাজা ৭৫ ভোট পেয়ে প্রথম, সান্তাহার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুর বারী ৫৩ ভোট পেয়ে দ্বিতীয় এবং অপর মনোনয়ন প্রত্যাশী সান্তাহার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মন্টু পেয়েছেন মাত্র ১ ভোট।
×