ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বোয়ালমারীতে সরব হয়ে উঠেছে আ’লীগের রাজনীতি

প্রকাশিত: ০৩:৪৩, ৩০ নভেম্বর ২০১৫

বোয়ালমারীতে সরব হয়ে উঠেছে আ’লীগের  রাজনীতি

সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ২৯ নবেম্বর ॥ বোয়ালমারীর প্রার্থীরাও নিজ নিজ দলের মনোনয়ন পেতে মরিয়া। শুরু হয়েছে গ্রুপিং-লবিংসহ নানা ধরনের পরিকল্পনা। বোয়ালমারী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সরব হয়ে উঠেছে আওয়ামী লীগের রাজনীতি। আওয়ামী লীগের নেতা-কর্মীরাও কিছু দিন ধরে চাঙ্গা হয়ে উঠেছে। বোয়ালমারী পৌর নির্বাচন আওয়ামী লীগের জন্য প্রেস্টিজ ইস্যু। পৌরসভার জন্মলগ্ন থেকে মেয়র পদটি আওয়ামী লীগের হাতছাড়া। ফলে এবার মেয়র পদটি দখলে নিতে তৃণমূল নেতৃবৃন্দ থেকে শুরু করে দলের হাইকমান্ড পর্যন্ত তৎপর হয়ে উঠেছেন। ইতিমধ্যে দলীয় মনোনয়ন প্রত্যাশী ছয় প্রার্থী মাঠে নেমে পড়েছেন। এই নেতাদের মধ্যে অন্যতম হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, পৌর আওয়ামী লীগের সভাপতি আ. আলীম মোল্যা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক নাছিমুজ্জামান খান পৌর আ’লীগের সদস্য মোজাফফর হোসেন বাবলু মিয়া এবং যুবলীগ নেতা মনিরুজ্জামান মৃধা লিটন। তবে মনোনয়ন প্রত্যাশী ছয় জনের মধ্যে শাহজাহান মীরদাহ পিকুল এবং মোজাফফর হোসেন বাবলু মিয়ার মধ্যেই লড়াই হবে বলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করেন।
×