ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভৈরবে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ ॥ বাড়ি ভাংচুর, আহত ২০

প্রকাশিত: ০৩:৪৫, ৩০ নভেম্বর ২০১৫

ভৈরবে তুচ্ছ ঘটনায় সংঘর্ষ ॥ বাড়ি ভাংচুর, আহত ২০

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ২৯ নবেম্বর ॥ সৌদি আরবের রিয়াদে দুই প্রবাসীর মাঝে বাসাভাড়া নিয়ে তর্কাতর্কির জেরে ভৈরবে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মাঝে পাঁচজনকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার দুপুরে ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের শ্যামপুর গ্রামের ওসমানগণি ও হাফিজুর রহমান নামে দুই বংশের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও এলাকাবাসী জানায়, ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের শ্যামপুর গ্রামের ওসমানগণি বংশের উজ্জ^ল ও হাফিজুর রহমান বংশের মুর্শিদ নামে দুই যুবক সৌদি আরবের রিয়াদে একটি মেস বাসা ভাড়া নিয়ে থাকে। গত দুই/তিন দিন আগে রিয়াদে বাসাভাড়া নিয়ে তাদের মাঝে তর্কাতর্কি হয়। এ খবর শনিবার রাতে দুই পরিবারে জানাজানি হলে রাতেই উত্তেজিত দুইপক্ষের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
×