ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিশিষ্ট সাংবাদিক শওকত আনোয়ার আর নেই

প্রকাশিত: ০৫:৫৪, ৩০ নভেম্বর ২০১৫

বিশিষ্ট সাংবাদিক শওকত আনোয়ার  আর নেই

অধুনালুপ্ত দৈনিক বাংলার সিনিয়র প্রতিবেদক, বিশিষ্ট সাংবাদিক শওকত আনোয়ার রবিবার সকালে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। খবর বাসসর। পারিবারিক সূত্রে বলা হয়, সাংবাদিক শওকত আনোয়ার গত ২৯ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। এ অবস্থায় রবিবার ভোর ৫টার দিকে তিনি মারা যান। বাদ জোহর ইস্কাটন জামে মসজিদে জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়। শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, তার মৃত্যুতে জাতি একজন সাহসী ও নিবেদিতপ্রাণ সাংবাদিককে হারিয়েছে। তিনি বলেন, শিশুদের কল্যাণে শওকত আনোয়ারের অবদান মানুষ চিরদিন স্মরণ রাখবে। শেখ হাসিনা মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
×