ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিলেটে স্কুলছাত্র সাঈদ হত্যা মামলার রায় আজ

প্রকাশিত: ০৫:৫৪, ৩০ নভেম্বর ২০১৫

সিলেটে স্কুলছাত্র সাঈদ হত্যা মামলার রায় আজ

বিডিনিউজ ॥ সিলেটে স্কুলছাত্র আবু সাঈদ অপহরণ ও হত্যা মামলার রায় সোমবার দেয়া হবে। রবিবার আসামি এবং বাদী পক্ষের যুক্তিতর্ক শেষে সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রশিদ মামলার রায়ের এ দিন রাখেন বলে জানান আদালতের বিশেষ পিপি আব্দুল মালেক। তিনি বলেন, গত ১৭ নবেম্বর এই আদালত আসামিদের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দেয়। বিচার শুরুর নয় কার্যদিবসের মধ্যেই এই মামলার রায় ঘোষণা হচ্ছে। রায়ের তারিখ ঘোষণার সময় মামলার আসামি সিলেট বিমানবন্দর থানার সাবেক কনস্টেবল এবাদুর রহমান, সিলেট জেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক আব্দুর রাকিব ও পুলিশের কথিত সোর্স আতাউর রহমান গেদা এবং মাহিব হোসেন মাসুম আদালতে উপস্থিত ছিলেন বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী। গত ১৯ নবেম্বর এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়ে শেষ হয় ২৬ নবেম্বর। এ সময় ৩৭ জন সাক্ষীর মধ্যে ২৮ জনের জবানবন্দী শুনেছে আদালত। আব্দুল মালেক বলেন, সাক্ষী ও যুক্তিতর্ক উপস্থাপনের মাধ্যমে চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ প্রমাণ করেছি। তাদের সর্বোচ্চ শান্তিই হবে বলে আশা করছি। তবে বিবাদী পক্ষের আইনজীবী শেখ আশরাফুল আলম বলেন, মামলায় দুর্বল সাক্ষীসহ কিছু ত্রুটি রয়েছে। আশা করছি আসামিরা খালাস পাবেন। সাঈদের বাবা আব্দুল মতিন বলেন, আসামিদের সর্বোচ্চ শান্তি দাবি করছি। চলতি বছরের ১১ মার্চ নগরীর শাহ মীর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র আবু সাঈদ অপহৃত হয়। পরে অপহরণকারীরা তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এর পর ১৪ মার্চ রাতে নগরীর ঝর্ণার পাড় সুনাতলা এলাকার একটি বাসা থেকে সাঈদের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পরদিন সাঈদের বাবা আব্দুল মতিন কোতোয়ালি থানায় একটি মামলা করেন। গত ২৩ সেপ্টেম্বর চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এর মধ্যে তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।
×