ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিলুপ্ত তিন ছিটের ৬ পরিবারের জমি কিনল সরকার

প্রকাশিত: ০৫:৫৫, ৩০ নভেম্বর ২০১৫

বিলুপ্ত তিন ছিটের ৬ পরিবারের জমি কিনল সরকার

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ পঞ্চগড়ের বিলুপ্ত তিনটি ছিটমহলের ভারত গমনে অপশন প্রদানকারী ৬টি পরিবারের বাস্তুভিটাসহ জমি কিনে নিল সরকার। এসব পরিবার সঠিক সময়ে তাদের বাস্তুভিটাসহ জমি বিক্রি করতে না পারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় পঞ্চগড় জেলা প্রশাসন সরকারের পক্ষ থেকে ৭ একর জমি ৫২ লাখ ৫১ হাজার ৬০ টাকায় ক্রয় করে নেন। এরা হলেন দেবীগঞ্জ উপজেলার কোটভাজিনী ছিটের নিতাই চন্দ্র রায়ের ০.১৯ একর জমি। প্রতি শতক ৮ হাজার টাকা হিসেবে ১ লাখ ৫২ হাজার টাকা। কমলেশ^রের ০.৯৮ একর জমি। প্রতিশতক ৮ হাজার টাকা হিসেবে ৭ লাখ ৮৪ হাজার টাকা, সন্তোষ রায়ের ০.৩৬ একর জমি। প্রতি শতক ৮ হাজার টাকা হিসেবে ২ লাখ ৮৮ হাজার টাকা, ভুপেন গং-য়ের ০.২৬ একর। প্রতি শতক ৮ হাজার টাকা হিসেবে ২লাখ ৮ হাজার টাকা। একই উপজেলার দহলা খাগড়াবাড়ির হরমোহনের ১.০৯০২ একর। প্রতি শতক ৭৮০০ টাকা হিসেবে ৮ লাখ ৫০ হাজার ৩৫৬ টাকা এবং বোদা উপজেলার বেলুয়াডাঙ্গার দোমাশু রায়ের ৪.১২৩২ একর। প্রতি শতক ৭২০০ টাকা হিসেবে ২৯ লাখ ৬৮ হাজার ৭০৪ টাকা। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় জেলা প্রশাসক অফিস সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন প্রত্যেক পরিবারকে তাদের বিক্রিত জমির নগদ টাকা প্রদান করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ গোলাম আযম, রেভিনিউ ডেপুটি কালেক্টরসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জমি বিক্রি করতে না পারায় এ ৬টি পরিবারের ১৬ জন ২৬ নবেম্বরের মধ্যে ভারতে যেতে পারেননি।
×