ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্প্যানিশ লা লিগা, এ্যাটলেটিকো মাদ্রিদের কষ্টার্জিত জয়, বার্সিলোনা ৪-০ রিয়াল সোসিয়েদাদ, এ্যাটলেটিকো মাদ্রিদ ১-০ এস্পানিওল

মেসি-নেইমার-সুয়ারেজে উড়ছে বার্সিলোনা

প্রকাশিত: ০৫:৫৭, ৩০ নভেম্বর ২০১৫

মেসি-নেইমার-সুয়ারেজে উড়ছে বার্সিলোনা

স্পোর্টস রিপোর্টার ॥ ইনজুরির কারণে প্রাণভোমরা লিওনেল মেসি মাঠের বাইরে ছিলেন দুই মাস। তাতেও বার্সিলোনার সাফল্যে চিড় ধরেনি। লুইস সুয়ারেজকে সঙ্গে নিয়ে নেইমার কাতালানদের জয়ের ঘোড়া ছুটিয়েছেন। এবার ইনজুরি কাটিয়ে ময়দানী লড়াইয়ে ফিরেছেন আর্জেন্টাইন অধিনায়ক। ফলে আবারও মাঠে দেখা মিলছে তিন ত্রয়ীর অপ্রতিরোধ্য নৈপুণ্য। শনিবার রাতে স্প্যানিশ লা লিগায় আরেকবার মঞ্চস্থ হয়েছে মেসি-নেইমার-সুয়ারেজ শো। আর তাতে উড়ে গেছে প্রতিপক্ষ। এবার বার্সিলোনার কাছে ৪-০ গোলে ধরাশায়ী হয়েছে রিয়াল সোসিয়েদাদ। নুক্যাম্পে বার্সার হয়ে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান অধিনায়ক নেইমার। একটি করে গোল করেন মেসি ও সুয়ারেজ। আরেক ম্যাচে ঘাম ঝরানো জয় পেয়েছে এ্যাটলেটিকো মাদ্রিদ। ভিসেন্টে ক্যালডেরনে ম্যাচের তৃতীয় মিনিটে ফরাসী তারকা অ্যান্টেনিও গ্রিজম্যানের কল্যাণে এস্পানিওলকে ১-০ গোলে পরাজিত করে এ্যাটলেটিকো। পরশুর অন্যান্য ম্যাচে ডিপোর্টিভো লা করুনা ২-০ গোলে লাস পালমাসকে ও সেল্টা ডি ভিগো ২-১ গোলে হারায় স্পোর্টিং ডি গিজনকে। মালাগা ও গ্রানাডার মধ্যকার ম্যাচটি অমীমাংসিত থাকে ২-২ গোলে। দাপুটে জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও পাকাপোক্ত করেছে বার্সিলোনা। ১৩ ম্যাচ শেষে ৩৩ পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়নদের অবস্থান সবার ওপরে। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা এ্যাটলেটিকোর পয়েন্ট ২৯। বেশ খানিকটা পেছনে আছে শিরোপার অপর দাবিদার রিয়াল মাদ্রিদ। রবিবারের ম্যাচের আগে ১২ ম্যাচ শেষে তাদের শোকেসে জমা হয়েছে ২৪ পয়েন্ট। বার্সার প্রথম দুই গোলেরই কারিগর ছিলেন দানি আলভেজ। তার ক্রস থেকে বল পেয়ে ২২ ও ৪১ মিনিটে বার্সার প্রথম দু’টি গোল করেন নেইমার ও সুয়ারেজ। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা। বিরতির পর ৫৩ মিনিটে জেরোম ম্যাথিউয়ের পাস থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় ও বার্সার পক্ষে ম্যাচের তৃতীয় গোল করেন নেইমার। পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলা বার্সা ম্যাচের শেষ মিনিটে আরেকটি গোল পায়। এবার গোলটি করেন মেসি। এই গোলের নেপথ্য কারিগর হিসেবে ছিলেন নেইমার। ম্যাচ শেষে দলের পারফর্মেন্সের ভূয়সী প্রশংসা করেন বার্সিলোনা অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা। তার মতে মেসি গোল পেলেন কি পেলেন না সেটা বড় ব্যাপার নয়। বার্সা মিডফিল্ডারের কাছে তারকা এই ফরোয়ার্ডই দলের এক নম্বর খেলোয়াড়। পরশুর ম্যাচ শেষে ইনিয়েস্তা মেসির গোল করার বিষয়ে বলেন, মেসিকে গোল করতেই হবে বলে মনে করি না আমি। কারণ গোল করুক আর নাই করুক আমাদের এক নম্বর খেলোয়াড় সে। গত ২৬ সেপ্টেম্বর লা লিগায় লাস পালমাসের বিরুদ্ধে ম্যাচে হাঁটুতে চোট পান মেসি। লম্বা সময় মাঠের বাইরে থাকার পর ২১ নবেম্বর রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ম্যাচ দিয়ে মাঠে ফেরা মেসি লা লিগায় ৮ ম্যাচ খেলে ৪টি গোল করেছেন। দুর্দান্ত ফর্মে থাকা নেইমারের গোল ১৪টি, আর সুয়ারেজ করেছেন ১২ গোল। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে বার্সিলোনা টানা ১০ ম্যাচে অপরাজিত আছে। ইনিয়েস্তা অবশ্য দলকে পা মাটিতে রাখার পরামর্শই দেন। তিনি বলেন, আমরা উন্নতি করে যেতে পারি। যদিও মৌসুমের অনেকটাই এখনও বাকি। তবে বিষয়গুলো যেভাবে এগোচ্ছে তাতে আমরা খুশি। এদিকে ‘এমএসএন’ অর্থাৎ মেসি-সুয়ারেজ-নেইমারের আক্রমণভাগের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন সাবেক স্পেনের ফুটবলার লুুইস সুয়ারেজ। সাবেক ব্যালন ডি’অর জয়ী ৮০ বছর বয়সী বার্সার ফুটবলার বলেন, আমি এমন ত্রয়ী আর দেখিনি। মেসি যেভাবে সুয়ারেজ ও নেইমারকে দলে আপন করে নিয়েছে সেটাই মূল ভূমিকা রাখছে। নিজেদের দাম্ভিকতা একদিকে সরিয়ে রেখে এত সব অর্জন একটা বড় ব্যাপার। তারা দেখিয়েছে আসলেই তারা মাথা খাটিয়ে খেলে। তিনি আরও বলেন, এই দল এভাবে খেললে গার্র্ডিওলার দলের সঙ্গে তুলনা হবে। গত বছর তারা তিনটি ট্রফি জিতেছে, কোনটাই সহজ ছিল না। মাঝে মধ্যে কোচকে নিয়ে সমালোচনা হয়েছে, কারণ সে একটু অন্য পথে হাঁটার চেষ্টা করেছিল। তবে এটাও ঠিক, ম্যাচ তো আর কোচ জেতাবে না, খেলোয়াড়দেরই জেতাতে হবে। লুইস এনরিকে সেটা বুঝতে পেরে নিজের ধরনটা বদলেছে।
×