ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যে সমাজ নারীকে সম্মান দেয় না সেটা বর্বর সমাজ ॥ আয়শা খানম

প্রকাশিত: ০৬:০২, ৩০ নভেম্বর ২০১৫

যে সমাজ নারীকে সম্মান দেয় না সেটা বর্বর সমাজ ॥ আয়শা খানম

স্টাফ রিপোর্টার ॥ যে সমাজ নারীকে সম্মান দেয় না সেটা বর্বর সমাজ। নির্যাতন প্রতিরোধে আন্দোলন কেবল নারীর একার নয়, সমাজের সকলের দায়িত্ব। নারীর প্রতি বৈষম্য দূর করতে প্রচলিত ধ্যান-ধারণা ও মানসিকতার পরিবর্তন আনা অবশ্যক হয়ে দাঁড়িয়েছে। রবিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বাংলাদেশ মহিলা পরিষদের উদ্যোগে ‘নারী নির্যাতন বিরোধী পুরুষ সংহতি সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে’ বক্তারা এসব কথা বলেন। ‘পরিবার ও সমাজ হোক নারী ও কন্যাশিশু নির্যাতন প্রতিরোধ দুর্গ’ সেøাগানে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস-২০১৫ উপলক্ষে সারাদেশে নানা কর্মসূচী চলছে। বাংলাদেশে মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, বাংলাদেশের নারীরা পাহাড়ের চূড়া থেকে রাষ্ট্রক্ষমতার সর্বোচ্চ শিখরে। এত অর্জনের পরও খোদ রাজধানী ঢাকাতেই নারীর চোখ তুলে নেয়া হয়। তাই বলতে হয় নারী আন্দোলনে একদিকে বিশাল অর্জন, অন্যদিকে অন্ধকার। চার দশকে রাষ্ট্র নারীর সহায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন সত্ত্বেও বাস্তবতা হচ্ছে পরিবার ও পরিজনের মানসিক অবস্থার পরিবর্তন হয়নি। তিনি আরও বলেন, নারীরা আজ সর্বক্ষেত্রে অবদান রাখছে কিন্তু ক্রমাগত নানা ধরনের নির্যাতনের শিকার হচ্ছে, যা আমাদের ৪৫ বছরের অর্জনকে প্রশ্নবিদ্ধ করছে। নারীর বিষয়ে সমাজের পুরুষদের বিশেষ করে তরুণ সমাজের যে প্রচলিত দৃষ্টিভঙ্গি এবং মানসিকতা সেখান থেকে আধুনিক যুক্তিযুক্ত দৃষ্টিভঙ্গি অর্জনের জন্য সচেতনতার প্রয়োজন। সমাবেশে সঙ্গীত পরিবশেন করেন শিল্পী বর্ণা ইয়াসমিন। তার সুরেলা কণ্ঠে ওঠে আসে নারী জাগরণের সুর। বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল এইড উপ-পরিষদের ডিরেক্টর এ্যাডভোকেট মাকছুদা আখতারের সঞ্চালনা ও নারীনেত্রী আয়শা খানমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মৃণাল সরকার, কলামিস্ট মুহম্মদ হিলালউদ্দিন, চিকিৎসক ডাঃ এম.এইচ. চৌধুুরী লেনিন প্রমুখ।
×