ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধের চেতনায় নতুনপ্রজন্মকে গড়ে তুলতে হবে - সাবেক সেনা প্রধান

প্রকাশিত: ১৮:২৭, ৩০ নভেম্বর ২০১৫

মুক্তিযুদ্ধের চেতনায় নতুনপ্রজন্মকে গড়ে তুলতে হবে - সাবেক সেনা প্রধান

নিজস্ব সংবাদদাতা, পাবনা॥ সেক্টর কমান্ডারস ফোরাম - মুক্তিযুদ্ধ ’৭১ এর সিনিয়র সহ-সভাপতি সাবেক সেনা প্রধান লে: জে: এম হারুন অর রশীদ বীর প্রতীক বলেছেন যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রামের পথ ধরে অনেক দুর এগিয়ে যেতে হবে। সেই সাথে মহান মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন একাত্তরের মুক্তিযুদ্ধে যে দেশ স্বাধীন হয়েছে আমরা সেই মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ চাই। রবিবার সন্ধ্যায় পাবনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সেক্টর কমান্ডারস ফোরাম - মুক্তিযুদ্ধ ’৭১ এর পাবনা জেলা কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বীর মুক্তিযোদ্ধা মোঃ মোমিনুর রহমানের সভাপতিত্বে ও পাবনা সিটি কলেজের সহকারী অধ্যাপক শামসুন নাহার বর্ণার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) এ কে মোহাম্মদ শিকদার, সহ- সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ছাইদুজ্জামান তারা, দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) জলিল উদ্দিন, প্রচার সম্পাদক তুষার আমিন, যুব বিষয়ক সম্পাদক সৌরভ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাংবাদিক হাসান আলী। সভায় বীর মুক্তিযোদ্ধা মোমিনুর রহমান বরুণকে সভাপতি ও সাংবাদিক হাসান আলীকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়। এসময় নব-নির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি লে: জে: এম হারুন অর রশীদ বীর প্রতীক। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি শামসুন নাহার বর্ণা, মোজাহারুল ইসলাম বকুল, আলহাজ্ব মোঃ আমিনুর রহমান খান, সহ-সাধারণ সম্পাদক মোছাঃ হেলেনা খাতুন, এ. কে মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, কোষাধ্যক্ষ শেখ তারেক রহমান, প্রচার সম্পাদক মোঃ সহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আব্দুর রহিম, গবেষণা ও প্রকাশনা সম্পাদক শফিক আল কামাল, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী, কল্যাণ সম্পাদক আব্দুল হান্নান, মহিলা বিষয়ক সম্পাদক উম্মে খায়ের ফাতেমা খানম, যুব বিষয়ক সম্পাদক রনি ইমরান, নির্বাহী সদস্য এ. কে. এম. কামরুল ইসলাম ফুটু, শরাফত হোসেন, শেখ মোঃ রেজাউল করিম (হেনা), মুহাঃ আব্দুল গফুর মিয়া, ইমরোজ খন্দকার বাপ্পী, মোঃ মোসলেম উদ্দিন, আব্দুস সোহরাব আলী, সুজন হোসেন।
×