ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিচারপতি অনুপস্থিত, জামিন শুনানি হলো না

প্রকাশিত: ০০:৪৩, ৩০ নভেম্বর ২০১৫

বিচারপতি অনুপস্থিত, জামিন শুনানি হলো না

স্টাফ রিপোর্টার॥ একাত্তরের মু্ক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজারের মহেশখালী উপজেলার ২০ রাজাকারের মধ্যে মামলা অন্যতম আসামি ছালমত উল্লাহ খানের জামিন শুনানি করেননি ট্রাইব্যুনাল। সোমবার ট্রাইব্যুনাল-১ এর সদস্য বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে দুই সদস্যের ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতির অনুপস্থিতিতে এই শুনানি করবেন না বলে আইনজীবীকে জানিয়ে দেন।একইসঙ্গে আসামির জামিন আবেদনের শুনানির জন্য আগামী ২৭ ডিসেম্বর দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। এর আগে আসামীর পক্ষে জামিন আবেদন এবং মামলার আনুষ্ঠানিক অভিযোগ শুনানির জন্য দুই মাসের সময় আবেদন করেন আইনজীবী তারিকুল ইসলাম।কিন্তু ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি উপস্থিত না থাকার কারণে জামিন আবেদন শুনানির জন্য আগামী ২৭ ডিসেম্বর এবং মামলার আনুষ্ঠানিক অভিযোগ শুনানির জন্য আগামী ১৩ জানুয়ারি দিন নির্ধারণের আদেশ দেন।এসময় রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা।
×