ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ১২ শতাংশ

প্রকাশিত: ০০:৪৪, ৩০ নভেম্বর ২০১৫

 পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ১২ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের দুই পুঁজিবাজারে সোমবার ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে। তবে সূচকে বড় ধরনের কোন পরিবর্তন না হলেও প্রধান বাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) আগের দিনের তুলনায় বিনিয়োগকারীদের অংশগ্রহণ বেড়েছে। ঢাকার বাজারে দিনটিতে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১২ শতাংশ। উভয় বাজারেই চাহিদার শীর্ষে ছিল বস্ত্র খাতটি। বাজার পর্যালোচনায় দেখা গেছে, সোমবার সকালে ইতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পরে ডিএসইতে লেনদেন হয়েছে ৪৫৫ কোটি ৫৫ লাখ টাকার। যা রবিবারের তুলনায় ৫০ কোটি টাকা বা ১২ শতাংশ বেশি। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৪০৫ কোটি টাকার শেয়ার। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির শেয়ার দর। সকালে সূচকের বৃদ্ধি দিয়েই উভয় বাজারের লেনদেন শেষ হয়। তবে কিছুক্ষণ পরেই সূচকের কিছুটা ওঠানামা চলতে থাকে । দিনশেষে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক দশমিক ২৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫৮০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১০২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৩৪ পয়েন্টে। ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হলো - বিএসআরএম স্টিলস লিমিটেড, বেক্সিমকো ফার্মা, ইফাদ অটোস, স্কয়ার ফার্মা, কেডিএস এক্সেসরিজ, মালেক স্পিনিং মিলস, সামিট পাওয়ার, কাশেম ড্রাইসেলস, সাইফ পাওয়ারটেক এবং লাফার্জ সুরমা সিমেন্ট। এদিকে দিনটিতে দরবৃদ্ধির শীর্ষে রয়েছে বস্ত্র খাতের কোম্পানি। এদিন গেইনারে ১০ কোম্পানির মধ্যে ৩টি বস্ত্র খাতের। কোম্পানি ৩টি হলো - মালেক স্পিনিং মিলস লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং মিথুন নিটিং। দিনটিতে দরবৃদ্ধির তালিকায় শীর্ষে রয়েছে মালেক স্পিনিং মিলস লিমিটেড। এদিন এ কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ১ টাকা ৫ পয়সা বা ৮ দশমিক ৮৮ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ লেনদেন করে ১৮ টাকা ৪০ পয়সা দরে। এদিন ১ হাজার ৬৭ বারে কোম্পানিটির লেনদেন হয়েছে ৬২ লাখ ৯৮ হাজার ২৩৪টি শেয়ার। দ্বিতীয় স্থানে রয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১ টাকা ৭ পয়সা বা ৭ দশমিক ২০ শতাংশ। কোম্পানিটির সর্বশেষ লেনদেন ২৫ টাকা ৩০ পয়সা দরে। এদিন ৩ হাজার ৮৯০ বারে কোম্পানিটির ২৫ লাখ ৮০ হাজার ৩০১ টি শেয়ার লেনদেন হয়। চতুর্থ স্থানে রয়েছে মিথুন নিটিং। এদিন কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৪ টাকা ২ পয়সা বা ৫ দশমিক ৯১ শতাংশ। এছাড়া গেইনারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে - হাক্কানী পাল্প অ্যান্ড পেপার,আনোয়ার গ্যালভানাইজিং, বিডি থাই অ্যালুমিনিয়াম, বিএসআরএম স্টিলস, বিডি ওয়েল্ডিং, ব্যাংক এশিয়া লিমিটেড এবং নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিং কোম্পানি। একইসঙ্গে চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) ৩১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৫ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১২২টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির। সিএসইর লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো : ইফাদ অটোস, বিএসআরএম স্টিল, সিমটেক্স, কাসেম ড্রাইসেল, কেডিএস এক্সেসরিজ, বিএসআরএম লিমিটেড, সামিট পাওয়ার, স্কয়ার ফার্মা, আইডিএলসি ও এএফসি অ্যাগ্রো।
×