ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভারতে ব্যান্ডইউইডথ রফতানি ॥ পরীক্ষামূলক সঞ্চালন মঙ্গলবার

প্রকাশিত: ০১:২৯, ৩০ নভেম্বর ২০১৫

ভারতে ব্যান্ডইউইডথ রফতানি ॥ পরীক্ষামূলক সঞ্চালন মঙ্গলবার

অর্থনৈতিক রিপোর্টার ॥ ভারতে পরীক্ষামূলকভাবে ব্যান্ডউইডথ রফতানি মঙ্গলবার শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। পরীক্ষামূলক ব্যান্ডউইডথ সঞ্চালন শুরুর পর ৭ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে রফতানি শুরু হবে। এজন্য আখাউড়ায় ভারতের আগরতলা থেকে আসা কেবল সংযুক্ত হয়েছে। কয়েকদিন পরীক্ষামূলক সঞ্চালন করার পর সংযোগ নিশ্চিত করা হবে। সোমবার এসব তথ্য জানান বিএসসিসিএল‘র ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন। গত অগাস্টে ভারতে ব্যান্ডইউইডথ রফতানি প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও দুই দেশের সংযোগ লাইন স্থাপনে বিলম্ব হওয়ার তা হয়নি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরে গত ৬ জুন ব্যান্ডউইডথ রফতানিতে চুক্তি স্বাক্ষর হয়। ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল) এবং বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) মধ্যে এই চুক্তি হয়েছিল। এর আগে গত ২০ এপ্রিল বাংলাদেশের সাবমেরিন কেবলের অব্যবহৃত ব্যান্ডউইডথ ভারতে রফতানির চুক্তিতে সায় দেয় মন্ত্রিসভা। ব্যান্ডউইডথ রফতানি হলেও এতে বাংলাদেশে কোনো সঙ্কট হবে না বলেই সরকারের দাবি। চুক্তি অনুযায়ী, ১০ জিবিপিএস (গিগাবাইট পার সেকেন্ড) ব্যান্ডউইডথ বাণিজ্যিক ভিত্তিতে লিজে সরবরাহ করা হবে; এতে বাংলাদেশ বছরে বৈদেশিক মুদ্রায় ৯ কোটি ৪২ লাখ টাকা পাবে (এক দশমিক দুই মিলিয়ন মার্কিন ডলার)। চুক্তির মেয়াদ হবে তিন বছর। ভারতের চাহিদা অনুযায়ী ব্যান্ডউইডথ রফতানি ৪০ জিপিবিএস পর্যন্ত বাড়ানো যাবে।
×