ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

জাহাঙ্গীর হত্যা মামলায় স্ত্রীসহ ৫ জনের মৃত্যুদন্ড বহাল

প্রকাশিত: ০২:২৬, ৩০ নভেম্বর ২০১৫

জাহাঙ্গীর হত্যা মামলায় স্ত্রীসহ ৫ জনের মৃত্যুদন্ড বহাল

স্টাফ রিপোর্টার॥ রাজধানীর পোস্তগোলায় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম হত্যা মামলায় তার স্ত্রী নাট্যশিল্পী সুমাইয়া কানিজ সাগরিকা সহ পাঁচ আসামির মৃত্যুদন্ড বহাল রেখেছে হাইকোর্ট। সাগরিকা ছাড়া মৃত্যুদন্ডপ্রাপ্ত অন্য চার আসামি হলেন- ইব্রাহিম ওরফে ইয়াছিন, হিজরা খলিল, আল আমিন ও খলিল শেখ। রাজধানীর পোস্তগোলা এলাকার ব্যবসায়ী জাহাঙ্গীর আলম হত্যা মামলায় পাঁচ আসামির মৃত্যুদন্ড বহাল রেখেছে হাইকোর্ট। বিচারিক আদালতে মৃত্যুদন্ডপ্রাপ্ত আলী আশরাফ লিটনের অপরাধ ‘সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায়’ হাই কোর্ট তাকে খালাস দিয়েছে। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আসামিদের আপীল এবং ডেথ রেফারেন্সের (মৃত্যুদন্ড অনুমোদন) শুনানি শেষে বিচারপতি সৌমেন্দ্র সরকার ও বিচারপতি এ এন এম বশিরউল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট দ্বৈত বেঞ্চ সোমবার এ রায় দেয়।
×