ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইইউর সঙ্গে শান্তি আলোচনা বাতিল ইসরাইলের

প্রকাশিত: ০৪:১৩, ১ ডিসেম্বর ২০১৫

ইইউর সঙ্গে শান্তি আলোচনা বাতিল  ইসরাইলের

ইসরাইল বলেছে, তারা ফিলিস্তিন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আলোচনা বন্ধ করে দিচ্ছে। ইহুদি বসতি থেকে আমদানিকৃত পণ্যের লেবেলিং করার ইইউর সিদ্ধান্তের জবাবে ইসরাইল রবিবার এ ঘোষণা দিল। হিব্রু ভাষায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানয়িাহু ইউরোপীয় ইউনিয়ন ও তাদের প্রতিনিধিদের সঙ্গে ফিলিস্তিন ইস্যুতে আলোচনা বন্ধের নির্দেশ দিয়েছেন। তবে দেশটি এককভাবে ইউরোপের বিভিন্ন দেশ যেমন জার্মানি, ব্রিটেন ও ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখবে। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের কোন প্রতিষ্ঠানের সঙ্গে নয়। ফিলিস্তিন মুক্তি সংস্থার কর্মকর্তা সায়েব এরাকাত বলেন, লেবেলিং ইস্যুকে কেন্দ্র করে শান্তি আলোচনা থেকে ইইউকে সরিয়ে নিতে বাধ্য করাই ইসরাইলী এ সিদ্ধান্তের লক্ষ্য। -এএফপি বৈদ্যুতিক গোলাপ এবার থেকে আসল গাছেও ফুটবে বৈদ্যুতিক গোলাপ। সুইডেনের লিনকোপিং বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক গোলাপ গাছের সংবহণতন্ত্রের মধ্যে বৈদ্যুতিক তার ঢোকান। এই সংবহণতন্ত্রের মাধ্যমেই মাটি থেকে পানি ও প্রয়োজনীয় খাদ্য গাছের প্রতিটি অংশে পৌঁছায়। সেখানেই বৈদ্যুতিক তার, ডিজিটাল লজিক ও ডিসপ্লে এলিমেন্ট বসানো হয়। গাছের গঠনতন্ত্র যথেষ্ট জটিল। -নেচারডটকম সবুজ গাছ আইফেল টাওয়ার প্যারিসে জলবায়ু সম্মেলনের প্রাক্কালে রবিবার বিশ্বে বনায়নের সমর্থনে আইফেল টাওয়ারকে ‘কার্যত সবুজ গাছে’ পরিণত করা হয়। জাতিসংঘ মহাসচিব বান কি-মুন ও অস্কার জয়ী ফরাসী অভিনেত্রী ম্যারিয়ন কোশিলার্দ সপ্তাহব্যাপী ‘এক হৃদয় এক গাছ’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন করেন। স্মার্টফোন ব্যবহারকারীরা একটি এ্যাপের সাহায্যে লাইটিং ও ম্যাপিং প্রযুক্তির মাধ্যমে গাছের ছবি, নাম ও সংক্ষিপ্ত বার্তার প্রতিবিম্ব টাওয়ারের ওপর ফেলেন। ২০১৬ সাল থেকে অস্ট্রেলিয়া, ব্রাজিল, ভারত ও ফ্রান্সসহ কয়েকটি দেশে বনায়ন প্রক্রিয়া শুরু হবে।- এএফপি
×