ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:১৬, ১ ডিসেম্বর ২০১৫

টুকরো খবর

মানববন্ধন ও বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ৩০ নবেম্বর ॥ সোনারগাঁওয়ে ঢাকা ওয়াসার ওয়াটার ইনটেক পাম্পিং স্টেশন স্থাপনের জন্য জমি অধিগ্রহণের প্রতিবাদে ও এলাকার বসতভিটি, ফসলি জমি রক্ষার্থে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে। সোমবার দুপুরে ৫ গ্রামবাসী ও স্থানীয় শিল্প প্রতিষ্ঠানে কর্মরত কয়েক হাজার শ্রমিক যৌথভাবে বৈদ্যেরবাজার সোনাময়ী এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এসে মানববন্ধন কর্মসূচী পালন করে। জানা গেছে, ঢাকা ওয়াসা কর্তৃপক্ষ ওয়াটার ইনটেক পাম্পিং স্টেশন স্থাপনের জন্য সোনারগাঁওয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় জমি অধিগ্রহণের উদ্যোগ গ্রহণ করে। পালকের মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ৩০ নবেম্বর ॥ দেশী বা বিদেশী পাখি হত্যা বন্ধ করে পাখির নিরাপদ আবাসস্থল সংরক্ষণ ও নিরাপদ বসবাসের দাবিতে সোমবার মানববন্ধন করেছে মানিকগঞ্জের পাখি লালন করি (পালক) নামের একটি সংগঠন। বেলা সাড়ে ১১টায় মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে ওই মানববন্ধন কর্মসূচী পালনকালে বক্তব্য রাখেন পালকের আহ্বায়ক জাহিদুর রহমান, গোলাম ছারোয়ার ছানু, বিপ্লব চক্রবর্তী, বিমল রায়, ইকবাল হোসেন কচি, ইকবাল ও নূরুল ইসলাম। যুবকের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ৩০ নবেম্বর ॥ ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিফটের ফাঁকা জায়গা থেকে পড়ে মামুন (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে শহরের হারুকান্দি এলাকায় অবস্থিত মেডিক্যাল কলেজ হাসপাতালের নতুন ভবনে। মামুন রাজবাড়ী জেলার সদর উপজেলার খানখানাপুর এলাকার হারুন শেখের ছেলে। অপহৃত শিশু উদ্ধার নিজস্ব সংবাদদাতা, কেরানীগঞ্জ ॥ অপহৃত শিশু ইয়ামিনকে ৩ দিন পর রাজধানীর গাবতলী এলাকার একটি ভাড়া বাসা থেকে রবিবার রাতে উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে অপহরণের মূলহোতা ফেরদৌস নামে এক যুবককে।
×