ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মনোনয়ন যুদ্ধে জলঢাকায় মামা-ভাগ্নে

প্রকাশিত: ০৪:২১, ১ ডিসেম্বর ২০১৫

মনোনয়ন যুদ্ধে জলঢাকায় মামা-ভাগ্নে

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী হতে নীলফামারীর জলঢাকা পৌরসভা নির্বাচনে আপন মামা-ভাগ্নে মাঠে নেমেছে। আওয়ামী লীগের ত্যাগী নেতা বলে খ্যাত মামা আবদুল ওয়াহেদ বাহাদুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। তার ভাগ্নে হলেন জলঢাকা পৌরসভার বর্তমান মেয়র জাতীয় পার্টি (জাপা) থেকে সদ্য আওয়ামী লীগে যোগদানকারী ইলিয়াছ হোসেন বাবলু। শুধু মামা ভাগ্নে নয়, এখানে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে মেয়র পদে আরও তিনজন রয়েছে। এরা হলেন উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ স¤পাদক শাহিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ স¤পাদক একে আজাদ ও উপজেলা যুবলীগের আহ্বায়ক সারোয়ার হোসেন সাদের। দলীয় মনোনয়ন পেতে মামা আবদুল ওয়াহেদ বাহাদুর বলেন, দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আমি যেমন শতভাগ আশাবাদী তেমনি সাধারণ ভোটারের ভোটে মেয়র নির্বাচিত হয়ে দেখিয়ে দিতে পারব। অপরদিকে ইলিয়াছ হোসেন বাবলু বলেন, কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে আমি জাতীয় পার্টি ছেড়ে গত ২৫ নবেম্বর রাতে আওয়ামী কৃষক লীগে যোগ দিয়েছি। আমি মনোনয়নের ব্যাপারে আশাবাদী। নেত্রকোনায় আ’লীগের ৯ প্রার্থী মনোনয়ন চান নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৩০ নবেম্বর ॥ নেত্রকোনা পৌরসভায় আওয়ামী লীগ থেকে ৯ প্রার্থী মেয়র পদে দলীয় মনোনয়ন চেয়েছে। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের প্রার্থী বাছাই কমিটির কাছে মনোনয়নের আবেদনসহ তারা বায়োডাটা জমা দিয়েছে। দলীয় মনোনয়নপ্রত্যাশী প্রার্থীরা হচ্ছেন বর্তমান মেয়র জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রশান্ত কুমার রায়, সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম খান, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান রতন, সাবেক এমপি এ্যাডভোকেট ফজলুর রহমান খানের মেয়ে মহিলা আওয়ামী লীগ নেত্রী হাবিবা রহমান খান শেফালী, নেত্রকোনা সরকারী কলেজের সাবেক ভিপি সাবেক ছাত্রলীগ নেতা গাজী মোজাম্মেল হোসেন টুকু, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জেলা পরিষদের প্রশাসক মতিয়র রহমান খানের মেয়ে যুব মহিলা লীগ নেত্রী অর্পিতা খানম সুমি, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের ছোট ভাই যুবলীগ নেতা মাসুদ খান জনি, নেত্রকোনা উন্নয়নে নাগরিক আন্দোলনের আহ্বায়ক খানে আলম খান এবং নেত্রকোনা সরকারী কলেজের সাবেক ভিপি উজ্জ্বল সাহা।
×