ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইজিসিসিতে মৃদুলার গানে মুগ্ধ দর্শক-শ্রোতা

প্রকাশিত: ০৪:২৩, ১ ডিসেম্বর ২০১৫

আইজিসিসিতে মৃদুলার গানে মুগ্ধ দর্শক-শ্রোতা

সংস্কৃতি ডেস্ক ॥ রাজধানীর গুলশানে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হলো কণ্ঠশিল্পী মৃদুলা সমাদ্দারের একক সঙ্গীতানুষ্ঠান। শনিবার সন্ধ্যায় আয়োজিত অনুষ্ঠানে শিল্পী নজরুলগীতি ও আধুনিক গান পরিবেশন করেন। ওইদিন সন্ধ্যা ৬টায় শুরু হয়ে অনুষ্ঠান চলে রাত ৮টা পর্যন্ত। দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে শিল্পী নজরুলগীতি ও আধুনিক মিলে মোট ২২টি গান পরিবেশন করে উপস্থিত শ্রোতা দর্শকদের মুগ্ধ করেন। অনুষ্ঠানে শিল্পীকে বিভিন্ন বাদ্যযন্ত্র সঙ্গত করেন তবলায় বিশ্বজিৎ সরকার, কীবোর্ডে রবিন চৌধুরী, গিটারে মিঠু কুরাইশী, বাশিতে মনিরুজ্জামান এবং অক্টোপ্যাডে বুলবুল সাহা। অনুষ্ঠানের শুরুতে শিল্পী পরিবেশন করেন আধুনিক গান ‘না মন লাগে না’। এর পর তিনি একে একে পরিবেশন করেন ‘চঞ্চল ময়ূরী এ রাত’, ‘যমুনা কি বলতে পারে’, ‘বাঁশি তার একটাই দোষ বলে রাধা রাধা’, ‘ কি লিখি তোমায়’, ‘একটা গান লিখো আমার জন্য’, ‘মনে আগুন জ্বলে’, ‘রঙ্গিলা বাঁশিতে কে ডাকে’, ‘ঠিকানা না রেখে’, ‘মধুমালতি ডাকে আয়’, ‘যারে উড়ে যারে পাখী‘, ‘জানি না ফুরাবে কবে’, ‘তুমি যে আমার’, ‘এ শুধু গানের দিন’, ‘আমি যে আঁধারে বন্দিনি’, ‘মন যদি ভেঙে যায় যাক’, ‘এই দুনিয়া এখন তো আর’ শিরোনামের গান। এর পর শিল্পী নজরুল সঙ্গীত পরিবেশন করেন। শুরুতেই তিনি পরিবেশন করেন ‘সুরে ও বানীর‘ শিরোনামের গান। এরপর একে একে পরিবেশন কনে ‘বল রে জবা বল’, ‘হে প্রিয় আমারে দিব না ভুলিতে’, ‘আজি মনে মনে লাগে হোরি’ এবং সব শেষে শিল্পী পরিবেশন করেন আধুনিক গান ‘কেন আশা বেঁধে রাখি’। দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে শিল্পীর গানগুলো দর্শক শ্রোতারা মুগ্ধ হোন। প্রসঙ্গত, শিল্পী মৃদুলা সমাদ্দার বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী। ঢাকা বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করেন তিনি। একই বিভাগ থেকে এখন এম.ফিল করছেন। ‘শিক্ষা সপ্তাহ ২০০৩’, ‘এটিএন তারকা ২০০৬’ সঙ্গীত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন মৃদুলা। জিতেছেন সার্ক চিলড্রেন এ্যাওয়ার্ড (২০০০) ও জাতীয় পুরস্কার। কয়েকটি একক ও মিক্সড এ্যালবামে গেয়েছেন মৃদুলা। চলচ্চিত্র আর নাটকের জন্যও গেয়েছেন। গান গেয়েছেন ভারতে। তিনি এখন এক্সেল এ্যাকাডেমিতে সঙ্গীত শিক্ষিকা হিসেবে কাজ করছেন। জাতীয় খেলাঘর আসরের সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্বে আছেন, জয়ধ্বনিরও সদস্য তিনি।
×