ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

গ্রুপ থিয়েটার ফেডারেশন দিবসে বগুড়ায় আলোচনা সভা

প্রকাশিত: ০৪:২৩, ১ ডিসেম্বর ২০১৫

গ্রুপ থিয়েটার ফেডারেশন দিবসে বগুড়ায় আলোচনা সভা

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রবিবার বগুড়া থিয়েটার কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি ম-লীর সদস্য তৌফিক হাসান ময়না। আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী, সহ-সভাপতি আতিকুর রহমান মিঠু, আব্দুল্লাহেল কাফি তারা, মতিয়ার রহমান, মির্জা আহসানুল হক দুলাল, বগুড়া থিয়েটারের সহ-সভাপতি বজলুর রশিদ রাজা, পলাশ খন্দকার, নান্দনিক নাট্যদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, করতোয়া নাট্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান রনি, আমরা ক’জন শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক আব্দুল মোবিন জিন্নাহ, কলেজ থিয়েটারের সভাপতি আমজাদ হোসেন শোভন প্রমুখ। প্রসঙ্গত, উল্লেখ্য, ১৯৮০ সালের ২৯ নবেম্বর বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন প্রতিষ্ঠিত হয়। সেই থেকে ২৯ নবেম্বরকে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন দিবস হিসেবে পালন করা হয়।
×