ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

নয়া বিমান সেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

প্রকাশিত: ০৫:৩৪, ১ ডিসেম্বর ২০১৫

নয়া বিমান সেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

বাংলাদেশ বিমানবাহিনীর ৪৩তম বিমানসেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ সোমবার মৌলভীবাজারের শমশেরনগরে অবস্থিত রিক্রুটস্ ট্রেনিং স্কুল (আরটিএস)-এ অনুষ্ঠিত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন এবং আকর্ষণীয় মার্চপাস্টের অভিবাদন গ্রহণ করেন। তিনি কৃতী রিক্রুটদের মাঝে ট্রফি বিতরণ করেন। সিনিয়র সচিব তার বক্তব্যে সততা, একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে দেশ গড়া ও দেশ রক্ষার কাজে অংশ নেয়ার জন্য নবীন বিমানসেনাদের প্রতি আহ্বান জানান। -আইএসপিআর ঠোঁট ও তালুকাটা রোগীর বিনামূল্যে অপারেশন স্টাফ রিপোর্টার ॥ জন্মগত ঠোঁটকাটা বা তালুকাটা মানুষের স্বাভাবিক হাসি ফিরিয়ে আনার লক্ষ্যে দি বারাকাহ ফাউন্ডেশনের সহযোগিতায় সোমবার মগবাজারের ইনসাফ বারাকাহ কিডনী এ্যান্ড জেনারেল হাসপাতালে বিনামূল্যে অপারেশন হয়। প্লাস্টিক সার্জন ডাঃ কে জাহিরের নেতৃত্বে বিষেশজ্ঞ টিম ২০ রোগীকে অপারেশন করেন। ইনসাফ বারাকাহ কিডনি এ্যান্ড জেনারেল হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ও বিশিষ্ট ইউরোলোজিস্ট প্রফেসর ডাঃ এম ফখরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন বিচারপতি মোহাম্মাদ আব্দুর রউফ, সাংবাদিক প্রভাষ আমীন প্রমুখ। স্বাস্থ্যপ্রদ খাদ্যাভ্যাস ফাস্টফুডের আদলে পথ চলতে গিয়ে ভুট্টাপোড়া খাওয়া তরুণ-তরুণীদের একটি জনপ্রিয় খাদ্যাভ্যাস। পাশ্চাত্যের অনুকরণে ক্ষতিকর জাঙ্কফুড খেয়ে কোলেস্টেরল বাড়ানোর চাইতে কয়লার আগুনে পোড়ানো ভ্ট্টুা খাওয়া ঢের ভাল। এটা যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যপ্রদ। বহু হকারের সংসার চলে এই ভুট্টার মোচা ফেরি করে। -জনকণ্ঠ গ্রামীণফোনের ফ্রি ওয়াইফাই জোন গ্রামীণফোন গত ২৯ নবেম্বর ঢাকা ক্লাবে ফ্রি ওয়াইফাই জোন চালু করেছে। ক্লাবের সভাপতি খায়রুল মজিদ মাহমুদ এই সেবা উদ্বোধন করেন। ঢাকা ক্লাবের সিইও এবং সাধারণ সম্পাদক জহিরুল আলিম, গ্রামীণফোনের ডিরেক্টর, শেয়ার্ড সার্ভিসেস, ডেপুটি ডিরেক্টর, ডিরেক্ট সেলস সাজ্জাদ আলম এবং হেড অব বিজনেস সেলস মোহাম্মদ বাকি বিল্লাহ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
×